শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রবিবার ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মরশুমের দ্বিতীয় ডার্বি নিয়ে ময়দান সরগরম, উত্তেজনা চরমে। গ্রুপ লিগে মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই তুঙ্গে লালহলুদ শিবিরের। তবে রবিবার মরশুমের দ্বিতীয় ডার্বিতে মাঠে নামার আগে যথেষ্ট সতর্ক ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। গ্রুপ লিগের ডার্বি জয়ের আবেগ দুরে সরিয়ে রেখে পরিকল্পনা করে এগোতে চান।
কার্লেস কুয়াদ্রাত জানেন রবিবার ফাইনাল সহজ হবে না। আগের ম্যাচের মতো ভুল করবেন না মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তাই এবার আরও সতর্কভাবে এগোতে চান। পাশাপাশি সবুজমেরুণ শিবিরকে যথেষ্ট গুরুত্বও দিচ্ছেন। ডুরান্ড ফাইনালে নামার আগে কুয়াদ্রাত বলেন, ‘কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার মতো দলকে হারিয়েছে। এএফসি কাপে নেপাল, বাংলাদেশের দলকে হারিয়েছে। ফাইনালের জন্য দারুণভাবে তৈরি। ওরা নিশ্চয় পরপর দুটি ডার্বি হারতে চাইবে না। প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হবে। আমাদের সতর্ক থাকতে হবে।’
মরশুমের প্রথম ডার্বিতে লালহলুদ সমর্থকরা দলকে নিয়ে তেমন প্রত্যাশা করেননি। কিন্তু ডার্বি জয়ের পর প্রত্যাশার পারদ অনেকটাই বেড়ে গেছে। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ড্র দিয়ে ডুরান্ড কাপ শুরু করলেও টানা ৪ ম্যাচে জয়। ফাইনালেও সেই ছন্দ ধরে রাখতে চান লালহলুদ কোচ। ম্যাচ নিয়ে কুয়াদ্রাতের পরিকল্পনা, ‘কোনও দলই টাইব্রেকারে যেতে চাইবে না। সাবাই চাইবে নির্ধারিত সময়ে খেলা শেষ করতে। দলে অনেক নতুন ফুটবলার রয়েছে। কঠিন সময় পেরিয়ে ফাইনালে উঠেছি। এ বার মরশুমের প্রথম ট্রফি জিততেই হবে।’
ডুরান্ড ফাইনালে মাঠে নামার আগে ফুটবলারদের চোট নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন লালহলুদ কোচ। ক্লেইটন সিলভা, শৌভিক চক্রবর্তী, পারদো পুরোপুরি ফিট নন। এই তিন ফুটবলারকে মাঠে নামাবেন কিনা তা নিয়ে দ্বিধায় কার্লেস কুয়াদ্রাত। প্রয়োজনে পরিবর্ত হিসেবে নামাতে পারেন। তবে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে গেলে খেলায় অনেক উন্নতি করতে হবে বলে মনে করছেন লালহলুদ কোচ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34