- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১, ২০২৪
দলের প্রতিষ্ঠা দিবসে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু। নতুন কর্মসূচি ঘোষণা তৃণমূলের
তৃণমূল দলটি এখন ২৬ পেরিয়ে সাতাশের একটি তরতাজা যুবক। আজ, পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস, এই দিনটিকে ঘিরে দিনভর কর্মসূচিতে থাকছে শাসকদল। প্রথম কর্মসূচি হয় দলের সদর দপ্তর তৃণমূল ভবনে। বাইপাসের ধারে মেট্রোপলিটানে দলের সেই দপ্তরে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে যার সূচনা করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি বক্তৃতাও দেন। শ্রদ্ধা জানানো হয় বাংলার মনীষীদের প্রতিকৃতিতে। সেই সঙ্গে এই দিনটি নতুন করে দলের শপথ নেওয়ার দিন হিসাবেও ঘোষণা করে দলের নেতৃত্ব। নতুন লড়াইয়ের জন্য অঙ্গীকারের দিন হিসাবে এই দিনটিকে ঘোষণা করেন তৃণমূল রাজ্য নেতৃত্ব।
এর পাশাপাশি নিয়মমাফিক হাসপাতালে রোগী ও দুস্থদের ফল বিতরণ কর্মসূচি রয়েছে তৃণমূলের। এই কর্মসূচি রাজ্যজুড়ে দলের প্রত্যেক নেতা-কর্মীকে পালন করার কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি। ১ জানুয়ারির সঙ্গে সঙ্গে এক মাসব্যাপী কর্মসূচি রয়েছে শাসকদলের। ঠিক হয়েছে, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস,২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস– এই দিনগুলিকে সামনে রেখে পরপর টানা কর্মসূচি রয়েছে তৃণমূলের। মনে করা হচ্ছে, এই দিনগুলিতে নির্দিষ্ট কর্মসূচি থেকে বাংলার মনীষীদের স্মরণ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করবে তৃণমূল কংগ্রেস। বিগত কয়েকদিনে যেভাবে বাংলার মনীষীদের অসম্মানের অভিযোগে বিজেপিকে বিদ্ধ করেছে শাসকদল, আগামিদিনে এই কর্মসূচিগুলি থেকেও সেই আক্রমণ জারি থাকবে তৃণমূলের তরফে। বিশেষ করে স্বামীজিকে নিয়ে বিজেপি রাজ্য সভাপতির সাম্প্রতিকতম মন্তব্যের জেরে আগামিদিনে আক্রমণের তীব্রতা তৃণমূলের তরফে যে আরও বাড়বে সেটা দলের জন্মদিনে বুঝিয়ে দিয়েছে নেতৃত্ব।
এছাড়াও সোমবার থেকে একপ্রকার লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিচ্ছে তৃণমূল দল। ফলে খুব স্বাভাবিক ভাবেই রাজনৈতিক ভাবেও তৃণমূল আলাদা করে প্রস্তুতিও শুরু করতে চলেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। নতুন বছরেই নিজস্ব কর্মসূচি নিয়ে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭ তারিখ তাঁর নিজের কেন্দ্র ডাশমন্ড হারবারে কর্মসূচি রয়েছে। একইভাবে দলের প্রত্যেক সাংসদ, বিধায়ক ও দলের অন্যান্য নেতারা বিভিন্ন কর্মসূচিতে নিজেদের একালা, বিধানসভা ও লোকসভা কেন্দ্রে থাকছেন। প্রতিষ্ঠা দিবস, ১ জানুয়ারি থেকেই রাজ্যজুড়ে এই কর্মসূচি শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনকে সামনে রেখে।
❤ Support Us