- এই মুহূর্তে
- জুন ১৩, ২০২২
খাঁচা থেকে বেরিয়ে চিড়িয়াখানা ঘুরে দেখছে স্বয়ং শিম্পাঞ্জি! সকাল সকাল আতঙ্ক ।
ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে বাগে আনার চেষ্টা করা হয়।

একস্থান আর ভালো লাগে না । দুচোখে বিস্ময়। মনের সুখে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর তাগিদে, দিন কয়েক ফাঁক-ফোকর খুঁজছিলেন তিনি । সোমবার সকালে খাবার দিতে গেলে সুযোগের সদব্যবহার করে অমনি খাঁচার বাইরে চলে এল শিম্পাঞ্জি । বেরিয়েই আনন্দে ধেই ধেই। কিছুতেই আর বাড়ি মুখো হবে না। কর্মীদের চোখেমুখে আতঙ্ক। বাবা-বাছা করে বুড়ি নামের ওই শিম্পাঞ্জিটিকে ফেরাতে ব্যস্ত হয়ে ওঠেন আলিপুর চিড়িয়াখানার কর্মকর্তারা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বুড়ো তখন আনন্দে আত্মহারা। কখন ছুটে কখনও দৌঁড়ে এপথ থেকে সেপথে পাড়ি চিচ্ছে । বুড়ি যাতে একেবারে বাইরে বেরিয়ে যেতে না পারে, সে জন্য চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেয় কর্মীরা । তারপর নানা কসরত করে বুড়িকে ঘরে ফেরাতে কালঘাম ছোটে চিড়িয়াখানার কর্মীদের । অতঃপর, তাকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনার চেষ্টা করা হয় ।
দিন দশেক আগেও শিম্পাঞ্জিটি একই পথে এবং এই একই কায়দায় খাঁচার বাইরে বেরিয়ে গিয়েছিল। এই নিয়ে দ্বিতীয় বার খাঁচার বাইরে বেরিয়ে গেল বুড়ি। শিম্পাঞ্জির খাঁচার বাইরে বিদ্যুৎ সংযোগ দেওয়া তারের বেড়া রয়েছে। বুড়ি দ্বিতীয়বার খাঁচার বাইরে বেরিয়ে যাওয়ার পর ওই তারের বেড়ার বিদ্যুতের ভোল্ট বাড়ানোর চিন্তাভাবনাও করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।
❤ Support Us