- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২০, ২০২৪
বাংলাদেশকে ৮৪ রানে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যাত্রা শুরু করল ভারত
২০২০ সালে পোচেস্ট্রুমে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ৪ বছর পর বিশ্বকাপে সেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। এবার মধুর প্রতিশোধ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়ে যাত্রা শুরু করল ভারত।
টস জিতে ফিল্ডিং ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৩১ রান তোলার ফাঁকেই ২ উইকেট হারায় ভারত। ফিরে যান আরশিন কুলকার্নি (৭) ও তিন নম্বরে নামা মুশির খান (৩)। দুজনই মারুফ মৃধার বলে উইকেটকিপার আশিকুর রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। প্রাথমিক ধাক্কা সামলে ভারতকে টেনে নিয়ে যান আদর্শ সিং ও ও অধিনায়ক উদয় সাহারান। দুজনে ১১৬ রানের জুটি গড়ে তোলেন। ৩২ তম ওভারে আদর্শ সিংকে (৯৬ বলে ৭৬ রান) তুলে নিয়ে জুটি ভাঙেন মহম্মদ রিজওয়ান। ৭ ওভার পর বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান ফেরান উদয়কে (৯৪ বলে ৬৪)।
১৬৯ রানে ৪ উইকেট হারায় ভারত। প্রিয়াংশু মোলিয়া (৪২ বলে ২৩), আরাভেল্লি অভনীশ (১৭ বলে ২৩), শচীন ধাসের (২০ বলে ২৬) সৌজন্যে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে দুরন্ত বোলিং করে ৪৩ রানে ৫ উইকেট তুলে নেন মিডিয়াম পেসার মারুপ মৃধা।
জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৬ ওভারে ৩৮ রান তুলে ফেলে। জিশান আলমকে (১৪) তুলে নিয়ে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন রাজ লিম্বানি। এক ওভারের ব্যবধানে মহম্মদ রিজওয়ান (০) ও আশিকুর রহমানকে (১৪) তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন সৌম্য পান্ডে। বাংলাদেশের মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন আরিফুল ইসলাম (৪১) ও মহম্মদ শিহাব জেমস (৫৪)। বাকিরা ব্যর্থ। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে সৌম্য পান্ডে ২৪ রানে ৪ উইকেট নেন। ২টি উইকেট নেন মুশির খান।
❤ Support Us