- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৮, ২০২২
রাশিয়াকে মার্কিন প্রেসিডেন্টের হুমকি, ইউক্রেন আক্রান্ত হলে পরিণতি ভয়ঙ্কর।

ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আশ্বাস ইউক্রেন হামলা চালালে রাশিয়াকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে।
রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা সমাবেশ করেছে । রুশ সেনার সংখ্যা ক্রমাগত বাড়াচ্ছে ।
পূর্ব ইউরোপের একাধিক ঘাটি থেকে ন্যাটো বাহিনীকে সরানোর দাবিতে মস্কো সরব । এবার ন্যাটো জোটে ইউক্রেন যোগ দিলে, রাশিয়ার সীমান্তের কাছাকাছি এসে পড়বে । কৌশলগত কারণেই ইউক্রেন দখল করে পূর্ব ইউরোপ ও নিজেদের মধ্যে একটি ‘বাফার জোন’ তৈরি করতে চাইছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এরকম পরিস্থিতিতে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে বাইডেন কথা বলে আশ্বাস দিয়েছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগলিক সংহতি রক্ষায় আমেরিকা বদ্ধপরিকর । ইতিমধ্যে কিয়েভকে প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র । পূর্ব ইউরোপে ৫০ হাজার ফৌজও মোতায়েন করতে পারে ।
কূটনৈতিক মহলের অনুমান, রাশিয়া তার আগের অবস্থা ফিরিয়ে এনে পূর্ব ইউরোপে আধিপত্য বাড়াতে চাইছে । এরকম পরিস্থিত দেখা দিলে মার্কিন-রুশ সম্পর্কের জটিলতা তৈরি হবে। পূথিবী আবার দুই মহাশক্তির ঠান্ডা যুদ্ধের কবলে পড়বে। চিনও বসে থাকবে না। সে তার মহাশক্তি প্রয়োগ করবে।
❤ Support Us