- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৩, ২০২৩
আইসিসি–র ‘হল অফ ফেম’–এ জায়গা করে নিলেন শেহবাগ, এডুলজি ও ডি’সিলভা
সুনীল গাভাসকার, বিষেণ সিং বেদি, কপিল দেব, অনিল কুম্বলে, শচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিনু মানকড়দের তালিকায় নাম লেখালেন বীরেন্দ্র শেহবাগ। আইসিসি–র হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন ভারতের এই প্রাক্তন ওপেনার। একইসঙ্গে জায়গা পেয়েছেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়না এডুলজি ও শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দ ডি’সিলভা। সোমবার আইসিসি–র পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এই তিন ক্রিকেটারকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে।
বীরেন্দ্র শেহবাগ ও ডায়ানা এডুলজির আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হল অফ ফেমে জায়গা করে নিয়েছিলেন ভিনু মানকড়, সুনীল গাভাসকার, বিষেণ সিং বেদি, কপিল দেব, শচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে। শেহবাগ ও এডুলজিকে নিয়ে মোট ৯ জন ভারতীয় ক্রিকেটার আইসিসি–র হল অফ ফেমে জায়গা পেলেন। এখনও পর্যন্ত পুরুষ ও মহিলা ক্রিকেটার মিলিয়ে মোট ১১২ জন ক্রিকেটারকে হল অফ ফ্রেমে জায়গা দিয়েছে আইসিসি। ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত–নিউজিল্যান্ড বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে।
২০১১ বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বীরেন্দ্র শেহবাগ। তার আগে ২০০৭ সালে দেশের প্রথম টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১৭ হাজারেরও বেশি রান করেছেন শেহবাগ। টেস্ট খেলেছেন ১০৪টি, রান করেছেন ৮৫৮৬। একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৫১ টি। রান করেছেন ৮২৭৩। ১৯ টি টি২০ ম্যাচে রান করেছেন ৩৯৪। অন্যদিকে, ৩০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে সেবা করেছেন ডায়ানা এডুলজি। দেশের হয়ে খেলেছেন ২০টি টেস্ট এবং ৩৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন অরবিন্দ ডি’সিলভা। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। দেশের হয়ে ৯৩টি টেস্ট ও ৩৮টি একদিনের ম্যাচ খেলেছিলেন। টেস্টে ৬ আর একদিনের ম্যাচে ৯ হাজারের বেশি রান করেছেন।
❤ Support Us