- প্রচ্ছদ রচনা
- জুন ১০, ২০২২
উচ্চমাধ্যমিকের ফল ঘোষিত । শীর্ষে দিনহাটার আদিশা। মেধা তালিকায় দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ ।

বোর্ডের অঙ্গীকার পূর্ণ। পূর্ব নির্দিষ্ট দিনেই ২০২২ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল। পাশের হার ৮৮.৪৪ শতাংশ । মেধাতালিকায় স্কুল সহ প্রথম দশ পড়ুয়ার নাম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে । মেধাতালিকার অন্তর্ভুক্ত ২৭২ পরীক্ষার্থী। এঁদের মধ্যে ছাত্র ১৪৪ । ছাত্রী ১২৮। সবার প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশের বেশি। শীর্ষ স্থানাধিকারী দিনহাটার অদিশা দেবশর্মা। শনিদেবী জৈন হাই স্কুল ছাত্রী । প্রাপ্ত নম্বর ৪৯৮ । দ্বিতীয় হয়েছে মেদিনীপুরের সায়নদীপ সামন্ত । তাঁর স্কুল পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন। অদিশার ফলাফল থেকে তাঁর প্রাপ্ত নম্বরের (৪৯৭) ফারাক মাত্র ১ । তৃতীয় স্থানাধিকারী ৪ । রোহিত সেন, সোহন দাস, অভীক দাস আর পরিচয় পারি। এঁদের সবার প্রাপ্ত নম্বর ৪৯৬ ।
২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। ৪৪ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ । উত্তীর্ণ ৯০ শতাংশ। পাশের হারে এগিয়ে সাত জেলা—পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কালিম্পং এবং বাঁকুড়া ।
এ বারই প্রথম ‘হোম সেন্টার’ উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা পরীক্ষায় বসে ছিলেন । কোথাও কোনও সমস্যা দেখা দেয়নি । প্রশ্নপত্র নিয়ে অভিযোগ ওঠে নি। সংসদের সতর্কতায় কোথাও ত্রুটি ছিল না। অঙ্গীকার আর ফল ঘোষনায় ফারাক নেই । সংসদ ২০২৩ -এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে । পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ২৭ মার্চ । প্রশ্নপত্রে পূর্ণাঙ্গ সিলেবাস থাকবে হোম সেন্টারেও আর পরীক্ষা হবে না।
❤ Support Us