- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৬, ২০২৩
প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, কুস্তি সংস্থাকে নির্বাসিত করার খবর মিথ্যা
ক্ষমতায় এসেই নিয়ম বহির্ভূত কাজ করার জন্য রবিবার ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটিকে নির্বাসিত করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে ভারতীয় অলিম্পিক সংস্থাকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি চিঠিতে নাকি এও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে কুস্তি সংস্থার কাজকর্ম চালাতে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করার খবর মিথ্যা বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, এই ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত বিজেপি সাংসদকে আশ্রয় দেওয়ার জন্য সংস্থার কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে।
‘এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘বিজেপি কুস্তি ফেডারেশন ভেঙে দেওয়ার ব্যাপারে মিথ্যা খবর ছড়াচ্ছে। ফেডারেশন ভেঙে দেওয়া হয়নি। এর কার্যকলাপ বন্ধ করা হয়েছে, যাতে বিভ্রান্তি ছড়িয়ে অভিযুক্তদের বাঁচানো যায়। বিক্ষুব্ধ নারী কণ্ঠস্বরকে দমন করতে তাদের কি এই স্তরে নত হতে হবে?’ তিনি আরও লিখেছেন, ‘যে সব সুপরিচিত মহিলা খেলোয়াড়রা দেশকে গর্বিত করেছে, তারা বিজেপির একজন সাংসদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে। সরকার অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছে। ভুক্তভোগীদের নির্যাতন করেছে এবং অভিযুক্তকে পুরস্কৃত করেছে।’
এমনকি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর দাবি, এই ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেউই মনোযোগ দেননি। প্রিয়াঙ্কা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করার বিনিময়ে মহিলা কুস্তিগীরদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তিনি সেই আশ্বাস ভুলে গেছেন।এই অন্ধকার এবং অবিচারের কাছে পরাজিত হয়ে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দিয়েছে। খেলোয়াড়রা যখন তাদের পুরস্কার ফিরিয়ে দিতে শুরু করেছে, তখন সরকার গুজব ছড়াচ্ছে। যেখানেই নারীর ওপর অত্যাচার হয়, এই সরকার সর্বশক্তি দিয়ে অভিযুক্তদের রক্ষা করে এবং নির্যাতিতদের নির্যাতন করে। আমরা প্রতিটি ক্ষেত্রে নারী নেতৃত্বের কথা বলি, কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তিরা নারীদের হয়রানি, দমন ও নিরুৎসাহিত করতে ব্যস্ত।’
২১ ডিসেম্বর ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ব্রিজভূষণ শরণ সিংয়ের অনুগত সঞ্জয় সিং এবং তাঁর প্যানেল বড় ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছিল। কুস্তি সংস্থা যথাযথ পদ্ধতি অনুসরণ না করে এবং কুস্তিগীরদের পর্যাপ্ত নোটিশ না দিয়ে দ্রুত অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ২০ জাতীয় প্রতিযোগিতা আয়োজনের কথা ঘোষণা করায় ক্রীড়া মন্ত্রক অবশ্য রবিবার ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছে।
❤ Support Us