Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২৭, ২০২২

দিল্লিতে আবার মধ্যযুগীয় বর্বরতা । গণধর্ষিতা এক সন্তানের মার গলায় জুতোর মালা!

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লিতে আবার মধ্যযুগীয় বর্বরতা । গণধর্ষিতা এক সন্তানের মার গলায় জুতোর মালা!

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে গণধর্ষণের শিকার হলেন একজন মহিলা! তিনি বিবাহিতা । অভিযোগ উঠেছে, কেবল গণধর্ষণের মতো জঘন্য অপরাধ তাঁর উপর সংগঠিত হয় নি। তাঁর গলায় জুতোর মালা পরিয়ে তাঁকে সবার সামনে হাঁটতে বাধ্য করা হয় । এছাড়াও কুৎসিত ভাবে নিগ্রহ করা হয় এক সন্তানের ওই মাকে। ঘটনাটি ঘটেছে দিল্লির বিবেক বিহারে । ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত ।

ঠিক কী ঘটেছিল? কী কারণে এইধরণের অমানবিক নিগ্রহ, তা পরিস্কার নয়। একেক জন একেক রকম কথা বলছে । মহিলাকে বহুদিন ধরেই নাকি প্রতিবেশী এক যুবক প্রেম নিবেদন করত । গত নভেম্বরে হতাশ হয়ে সে আত্মহত্যা করে । তাঁর পরিবারের অভিযোগ, যুবকটির এই পরিণতির জন্য মহিলাটি দায়ী। এ জন্যই বুধবার তাঁকে চরম লাঞ্ছনা করা হয়।

মেয়েটির পরিবারের অভিযোগ, মেয়েটিকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। তারপর তাঁকে গণধর্ষণ করে । প্রথমে মহিলার মাথার চুল কেটে নেয় তারপর গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় হাঁটতে বাধ্য করে । পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জন্যই মহিলাটিকে যৌন নিগ্রহের শিকার হতে হয় । মহিলার কাউন্সেলিং চলছে। দিল্লির জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে দিল্লি পুলিশকে নোটিশ পাঠান হয়েছে—কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়ালের দাবি, বেআইনি মদ বিক্রেতারাই ওই তরুণীকে ধর্ষণ করেছে। অপরাধীদের কড়া শাস্তি হোক। প্রসঙ্গত, বলা জরুরি গত সোমবার দিল্লিতে গণধর্ষণের শিকার হয় ৮ বছরের এক শিশু। ধর্ষণের অভিযোগে পুলিস আটক করেছে দুই নাবালককে । শিশুকন্যাটির অবস্থা আশঙ্কাজনক । তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে ।

তার আগে জেএনইউ ক্যাম্পাসে একজন গবেষক ছাত্রীকে নিগ্রহ করে কয়েকজন দুষ্কূতি । রাজধানীতে এবং রাজধানীর আশেপাশে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে । দিল্লি পুলিস কেন্দ্রীয় সরকারের অধীনে । নিস্পৃহ স্বরাষ্ট্র দপ্তর কেন এই সব কুৎসিত আচরণ বরদাস্ত করছে, এরকম প্রশ্ন ওঠা স্বাভাবিক ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!