Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৬, ২০২৫

মহিলাদের ক্রিকেটেও দাপট। পাকিস্তানকে টানা ১২ ম্যাচে হারাল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের ক্রিকেটেও দাপট। পাকিস্তানকে টানা ১২ ম্যাচে হারাল ভারত

পুরুষদের ক্রিকেট কী মহিলাদের ক্রিকেট, পাকিস্তানের ওপর ভারতের দাপট অব্যাহত। সম্প্রতি পুরুষদের ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রতিযোগিতায় তিনবার সাক্ষাৎকারে তিনবারই জয় পেয়েছে ভারতীয় দল। এবার মহিলাদের একদিনের বিশ্বকাপেও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। ৮৮ রানের বিশাল ব্যবধানে জিতে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেলেন হরমনপ্রীত কাউররা। এই নিয়ে একদিনের ক্রিকেটে ১২ বারের সাক্ষাৎকারে ১২টি ম্যাচেই জিতল ভারত।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ভাল শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার প্রতিকা রাওয়াল (‌৩৭ বলে ৩১)‌ ও স্মৃতি মানধানা (‌৩২ বলে ২৩)‌। ওপেনিং জুটিতে ওঠে ৪৮। নবম ওভারে আউট হন স্মৃতি, ১৫তম ওভারে প্রতিকা। এরপর ভারতকে এগিয়ে নিয়ে যান হারলিন দেওল ও হরমনপ্রীত কাউর। ৩৪ বলে ১৯ রান করে আউট হন হরমনপ্রীত। হারলিন মাত্র ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। ৬৫ বলে ৪৬ রান করে তিনি আউট হন।

হারলিন আউট হওয়ার পরপরই ফিরে যান জেমাইমা রডরিগেজ (‌৩৭ বলে ৩২)‌। এরপর ভারতকে এগিয়ে নিয়ে যান দীপ্তি শর্মা (‌৩৩ বলে ২৫)‌ ও স্নেহ রানা (‌৩৩ বলে ২০)‌। শেষ দিকে রিচা ঘোষের (‌২০ বলে অপরাজিত ৩৫)‌ দাপটে ৫০ ওভারে ২৪৭ রান তোলে ভারত। পাকিস্তানের হয়ে ডায়ানা বেগ ৬৯ রানে ৪ উইকেট নেন।

জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতীয় জোরে বোলারদের সামনে শুরু থেকে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না পাকিস্তান ব্যাটাররা। ২৬ রানের মধ্যেই ৩ উইকেট হারায়। মুনিবা আলি (‌২)‌ ‘‌বিতর্কিত’‌ রান আউট হন। এরপর সাদাফ শামাস (‌৬)‌ ও আলিয়া রিয়াজকে (‌২)‌ তুলে নেন ক্রান্তি গৌড়। এরপর প্রতিরোধ গড়ে তোলেন সিদ্রা আমিন ও নাতালিয়া পারভেজ। নাতালিয়াকে (‌৪৬ বলে ৩৩)‌ ক্রান্তি গৌড় তুলে নিয়ে জুটি ভাঙতেই আবার ধস পাকিস্তান ইনিংসে। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায়। একমাত্র লড়াই করেন সিদ্রা আমিন। ১০৬ বলে তিনি করেন ৮১। দুরন্ত বোলিং করে ১০ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রান্তি গৌড়। তিনিই ম্যাচের সেরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!