Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৮, ২০২৪

লিরেনকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে দুর্দান্ত জয় তুলে নিলেন ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার ডি গুকেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
লিরেনকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে দুর্দান্ত জয় তুলে নিলেন ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার ডি গুকেশ

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ডিং লিরেনের কাছে প্রথম রাউন্ডে হারের পর, দ্বিতীয় রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন ডি গুকেশ। এই ড্র–টাই তাঁকে আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন। এসি আত্মবিশ্বাস কাজে লাগিয়ে তৃতীয় রাউন্ডে দুর্দান্ত জয় তুলে নিলেন এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার। কার্যত উড়িয়ে দিয়েছেন লিরেনকে। তৃতীয় রাউন্ডে গুকেশের আক্রমণাত্মক খেলার সামনে দাঁড়াতেই পারেননি চীনের এই গ্র‌্যান্ডমাস্টার।
যদিও শুরু থেকেই লড়াইটা দারুণ জমে উঠেছিল। নবম চালেই মন্ত্রী এক্সচেঞ্জ করে নেন দুই গ্র‌্যান্ডমাস্টার। এরপরই ক্রমশ চাপে পড়ে যান ডিং লিরেন। গেমের প্রথম পর্বে প্রতিটা চালে যথেষ্ট সময় ব্যয় করছিলেন। প্রথম পর্বে অনেক সময় ব্যয় করার জন্য লিরেনকে মূল্য দিতে হয়। য়েছিলেন। ১৩ নম্বর চাল থেকে গুকেশ ১ ঘন্টা সময় এগিয়ে ছিলেন। ভারতীয় এই গ্র‌্যান্ডমাস্টার চালগুলি দেওয়ার ক্ষেত্রে লিরেনের ১ ঘন্টা ৬ মিনিটের তুলনায় মাত্র ৪ মিনিট ব্যয় করেছিল।
এরপর দ্রুত চাল দিতে গিয়ে ১৮ নম্বর চালে একটা বড় ভুল করে বসেন লিরেন। ২২ নম্বর চালে আবার একটা মারাত্মক ভুল। এই ভুল শুধরে নেওয়ার মতো পর্যাপ্ত সময় লিরেনের হাতে ছিল না। ম্যাচটা সেখানেই গুকেশের দিকে ঢলে পড়ে। শেষ পর্যন্ত ৩৭ চালের পর হার স্বীকার করে নেন ডিং লিরেন। তৃতীয় রাউন্ড শেষে দুজনেরই পয়েন্ট ১.‌৫ করে। ১৪ রাউন্ডের খেলায় যে আগে ৭.‌৫ পয়েন্টে পৌঁছবে, সে–ই বিশ্বচ্যাম্পিয়ন হবে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপার সর্বকনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী গুকেশের এটাই প্রথম জয়। ম্যাচের পর তিনি বলেন, ‘‌তৃতীয় রাউন্ডে জিতে সমতা ফিরিয়ে দারুণ লাগছে। প্রথম দু্দিনে নিজের খেলাতে খুশি ছিলাম। এই ম্যাচে আরও বেশি ভাল খেলেছি। বোর্ডে স্বস্তি অনুভব করছিলাম। প্রতিপক্ষকে দাঁড়াতে না দেওয়ার আনন্দই আলাদা।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!