- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৯, ২০২৪
একাদশ রাউন্ডে জিতে বিশ্বচ্যাম্পিয়নের দিকে অনেকটাই এগিয়ে গেলেন ডি গুকেশ
দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে ডিং লিরেনের কাছে প্রথম গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। দ্বিতীয় রাউন্ডে ড্র। তৃতীয় রাউন্ডে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় তুলে নিয়েছিলেন। এরপর টানা ৭ গেম ড্র। শেষ পর্যন্ত একাদশ গেমে জয় তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে ডি গুকেশ। এই মুহুর্তে তিনি ৬–৫ ব্যবধানে এগিয়ে। আর ১.৫ পয়েন্ট ঘরে তুলতে পারলেই বিশ্ব খেতাব ঘরে তুলবেন তিনি। সর্ব কনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়বেন।
একাদশ রাউন্ডে সাদা ঘুটি নিয়ে খেলতে নেমেছিলেন গুকেশ। শুরু থেকেই চাপে ফেলে দিয়েছিলেন ডিং লিরেনকে। গুকেশের ৪ নম্বর চালে কোনঠাসা হয়ে পড়েন। পাল্টা খেলায় ফেরতে অনেকটা সময় নিতে থাকেন। এতে অনেকটা সুবিধা হয় গুকেশের। পরবর্তী চাল নিয়ে ভাবার সময় পান। প্রথম চারটি চাল দেওয়ার জন্য গুকেশ মাত্র ২৫ সেকেন্ট সময় নিয়েছিলেন। অন্যদিকে লিরেন নেন ২৫ মিনিট।
৪ নম্বর চালে কোনঠাসা হওয়ার পর ১১ চালে ঘোড়াকে ব্যবহার করে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন। এই সময় গুকেশের তুলনায় লিরেন ভাল জায়গায় ছিলেন। ১৫ নম্বর চালে লিরেন ভুল করে ফেলার পর গুকেশ ম্যাচে ফিরে আসেন। ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন। পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করেন গুকেশ। সেই সময় ভারতীয় দাবাড়ুকে ২৬ মিনিটের মধ্যে শেষ ২৫টি চাল দিতে হত। অন্যদিকে লিরেনের হাতে ছিল ৪০ মিনিট।
ম্যাচ যত শেষের গিকে এগোয়, উত্তেজনা বাড়তে থাকে। শেষ ১৫ মিনিটে গুকেশকে ১৫টি চাল দিতে হত। সেখানে লিরেনের কাছে শেষ ১৬টি চালের জন্য মাত্র ৮ মিনিট সময় ছিল। ২৮ নম্বর চালের সময় মারাত্মক ভুল করে বসেন লিরেন। একটা ঘুঁটিতে এগিয়ে যায় গুকেশ। ম্যাচের পরিণতি বুঝতে পেরে হার স্বীকার করে নেন লিরেন।
❤ Support Us