শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বিশ্বকাপের সেমিফাইনালে তিনটি দল নিশ্চিত হয়ে গেছে। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া পেয়ে গেছে শেষ চারের ছাড়পত্র। চতুর্থ দল হিসেবে কারা উঠবে এখনও নিশ্চিত হয়। লড়াই নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। একটা সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এটা মোটামুটি নিশ্চিত। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কারা হবে, এখনও চূড়ান্ত নয়। এর মধ্যেই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রির কথা ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি। অন লাইনেই টিকিট কাটতে হবে। লিগ পর্বের ম্যাচের মতোই ‘বুক মাই শো’ থেকেই অন লাইনের টিকিট পাওয়া যাবে। https://tickets.
কোন স্টেডিয়ামে কোন কোন দল সেমিফাইনাল খেলবে, এখনও চূড়ান্ত নয়। সবকিছু নির্ভর করছে পাকিস্তানের ওপর। আইসিসি–র নিয়ম অনুযায়ী লিগ টেবিলের প্রথম ও চতুর্থ স্থানাধিকারী দল একটা সেমিফাইনাল খেলবে, অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল। সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। কিন্তু পাকিস্তান যদি চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠে, তাহলে তারা ভারতের মুখোমুখি হবে। আর সেই ম্যাচ হবে ইডেনে। তখন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগের ম্যাচেই টিকিটের চূড়ান্ত হাহাকার শুরু হয়েছিল। আর ভারত–পাকিস্তান সেমিফাইনাল হলে টিকিটের চাহিদা কোথায় পৌঁছবে, সেকথা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই সেমিফাইনাল ম্যাচ নিয়ে সিএবি কর্তাদের কাছে টিকিটের আব্দার শুরু হয়েছে। ভারত–পাকিস্তান সেমিফাইনাল হলে টিকিটের কালোবাজারি যে তুঙ্গে উঠবে, সেকথা বলার অপেক্ষা রাখে না।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34