Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৪, ২০২৩

ভোটের বাকি ৩ দিন, ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে খুন বিজেপি নেতা !

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের বাকি ৩ দিন, ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে খুন বিজেপি নেতা !

ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের আর তিনদিন বাকি। শনিবার মাওবাদীদের হাতে খুন হলেন ছত্তিশগড়ের এক বিজেপি নেতা। স্বাধীনতার পর এই প্রথম বস্তারে মাওবাদী অধ্যুষিত ১২০টি গ্রামে ১২০টি বুথ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশিন। আর এই আবহেই রাজ্যের  প্রথম দফার ভোটগ্রহণ-এর তিনদিন আগে বিজেপি নেতা খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ছত্তিশগড়ে। খবর পেয়ে নেতার দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

বিজেপির ছত্তিশগড়ের ইনচার্জ ওম প্রকাশ মাথুর বলেছেন, “রতন দুবে যখন একটি গ্রামে দলীয় কর্মীদের সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করছিলেন, তখন নকশালদের দ্বারা তিনি আক্রান্ত হন।  আমি দলের কর্মী ও নেতাদের কাছে আবেদন করছি যে আমরা এই খুনের প্রতিশোধ নেব নির্বাচনে জিতে। আমরা তার পরিবারের সাথে আছি,  টার্গেট কিলিং ক্রমাগত ঘটছে। এই ঘটনা প্রমাণ করে  যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।”

ছত্তিশগড়ে দুই দফায় ভোটগ্রহণ ৭ ও ১৭ নভেম্বর। গেরুয়া শিবিরের হয়ে ভোটের প্রচার চালাচ্ছিলেন বিজেপি নেতা রতন দুবে। নারায়ণপুর জেলা সংগঠনের সহ-সভাপতি রতন। পুলিশ জানিয়েছে, শনিবার কৌশলনর এলাকায় মাওবাদীরা হত্যা করেছে করেছে বিজেপি নেতাকে। এক সময়ে জেলা পঞ্চায়েতের সদস্যও ছিলেন এই বিজেপি নেতা। খবর পেয়ে ঘটনাস্তলে পৌছেছে পুলিশের একটি দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কৌশলনর মাওবাদী উপদ্রুত এলাকা। বিজেপির দাবি, একটি প্রান্তিক গ্রামে ভোটের প্রচার চালানোর মাঝেই হামলা হয়েছে নেতার উপরে। তাঁকে হত্যা করে পালায় দুষ্কৃতীরা। উল্লেখ্য, ছত্তিশগড়ে প্রথম দফায় ২০টি আসনে নির্বাচন হবে ৭ নভেম্বর মঙ্গলবার। ওই ২০ আসনের মধ্যে ১২টি আসনই মাওবাদী উপদ্রুত বস্তার ডিভিশনের অন্তর্ভুক্ত। ১৭ নভেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭০ আসনে। ফল ঘোষণা ৩ ডিসেম্বর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!