Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২২, ২০২৩

৫০ দিন ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম। ইনসাফ যাত্রার শেষ হল যাদবপুরে

আরম্ভ ওয়েব ডেস্ক
৫০ দিন ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম। ইনসাফ যাত্রার শেষ হল যাদবপুরে

ডিওয়াইএফের ৫০ দিনের ইনসাফ যাত্রা শুক্রবার শেষ হল যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডে এসে। গত ৩ নভেম্বর কোচবিহার থেকে বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের এই যাত্রার সূচনা হয়। এই ৫০ দিনে প্রায় ১৫০০ কিলোমিটার পথ হেঁটেছেন বাম যুবকর্মীরা।

৩ নভেম্বর ছিল ডিওয়াইএফআই-এর ৪৪ তম প্রতিষ্টা দিবস ছিল। আর ওইদিনই কোচবিহার থেকে পদযাত্রা শুরু করে বাম যুব সংগঠন। কোচবিচার থেকে হাঁটতে হাঁটতে উত্তর দিনাজপুর, বর্ধমান, বাকুঁড়া, পুরুলিয়া হয়ে বিভিন্ন জেলায় কর্মসূচী শেষ করে শুক্রবার যাদবপুরে এসে শেষ হয় ইনসাফ যাত্রা। যাদবপুর আসার আগে গড়িয়া ফণিভূষণ ভবনে বিশ্রাম নেয় ডিওয়াইএফআই কর্মীরা। দুপুরে গঠিয়া পূর্বপাড়া পঞ্চ দুর্গা পুজোর মাঠে আহারের ব্যবস্থা ছিল। তারপর আবার গড়িয়া থেকে গাঙ্গুলিবাগান, বাঘাযতীন হয়ে যাদবপুরে পৌঁছয় মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইনসাফ যাত্রা। শেষ কবে যাদবপুর এই মাপের বামপন্থীদের মিছিল দেখেছে সেটা অনেকেই বলতে পারবেন না।

এদিন যাদবপুরে পদযাত্রীদের সংবর্ধনা জানান বাম নেতারা। ছিলেন ডিওয়াইএফআই-র এক সময়কার সম্পাদক ও বতমান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যাদবপুরের সমাবেশে ভাষণ দেন ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অনেকে। তিনি বলেন, গোটা যাত্রা পর্বে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে কথা বলেছি। হাজার হাজার মানুষ তাদের অভাব অভিযোগের কথা শুনিয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে মানুষের দুঃখ দুর্দশা বেড়েছে। গরিব মানুষের হকের টাকা চুরি হয়েছে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, খাদ্য সব দফতরেই দুর্নীতি চলছে। তিনি বলেন, একাধিক মন্ত্রী দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। ভাবা যায়?

আগামী ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে ডিওয়াইএফ। ইনসাফ যাত্রার মধ্যেই মীনাক্ষী, ধ্রুবজ্যোতি সাহার মতো যুব নেতারা ব্রিগেড সমাবেশের প্রচার চালিয়েছেন। এই মিছিলের ভিড় আগামী লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!