- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২০, ২০২৩
নিহত তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদের বাড়িতে আমডাঙার বিধায়ক । মৃতের পরিবার ও দলীয় কর্মীদের ক্ষোভের মুখে রফিকুর
তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজন ধরা পড়েছে। ধৃত তৃণমূল করেন বলে জানা গেছে। সোমবার মৃত রূপচাঁদ মণ্ডলের বাড়িতে তাঁর পারলৌকিক কাজে আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান পৌঁছলে তাঁকে ঘিরে ধরে দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভে ফেঁটে পড়েন নিহতের পরিবারের সদস্য ও তৃণমূলের স্থানীয় কর্মীরা। রূপচাঁদের পরিবারের লোকেরা বিধায়ককে ঘিরে ধরে বলতে থাকেন, “আমডাঙার পুলিশ, প্রশাসন কি বিক্রি হয়ে গেছে? কান টানলে মাথা আসবে।” এই সময় ওই বিক্ষুব্ধদের মধ্য থেকে একজন বলে বিধায়কের উদ্দেশ্যে বলে ওঠেন, “কান ধরে টান, মাথা তো সামনেই বসে আছে।” বিক্ষুব্ধরা তৃণমূল সমর্থক হওয়া সত্ত্বেও তৃণমূলের বিধায়ককে রোষানলে বিদ্ধ করেন। শেষ পর্যন্ত রফিকুর রহমান, আমডাঙার তৃণমূল বিধায়ক বলেন, “পুলিশকে বলেছি দোষীদের দ্রুত ধরতে। তাতেও যদি কাজ না হয়, তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় কথা বলব।” এই সময় মিহিলারা বলেন, “পুলিশ কি পারে না? আপনি এমএলএ, আপনি বলুন। পুলিশ কি করছে?”
প্রসঙ্গত রূপচাঁদ মণ্ডলের বিরুদ্ধে আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ১০ লক্ষ টাকা দিয়ে ভোট কিনে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ এনেছিলেন সদ্য শেষ হওয়া পঞ্চায়েতের বোর্ড গঠনের সময়। রফিকুর সেই সময় বলেছিলেন, “আমি দলের হুইপ নিয়ে এসে রূপচাঁদকে বলেছিলাম দলের হুইপ মেনে পঞ্চায়েত বোর্ড গঠন করার কথা। দলের সেই হুইপ রূপচাঁদ মানেননি। এখানকার ১৯টি সদস্য বিশিষ্ট পঞ্চায়েতে ১৬টি আসন পায় তৃণমূল, ২টি পায় আইএসএফ, ১টি পায় সিপিএম। তার পর বোর্ড গঠনের সময় দেখা যায় ১১/৫ ভোট রূপচাঁদ পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন। এই ঘটনায় আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর বলেছেন, নিশ্চই টাকার লেনদেন হয়েছে। কম করে ১০ লক্ষ টাকার খেলা হয়েছে। দলের হুইপ মানেননি রূপচাঁদ মণ্ডল। তবে রূপচাঁদ তখন বলেছিলেন, এমএলএ সাহেবের নির্দেশ মেনেই পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে। কোনও টাকার লেনদেন হয়নি।
কাজেই রূপচাঁদ মণ্ডলের সাফল্যে যে খুশি ছিলেন না স্থানীয় বিধায়ক সেটা তিনি বিজেপি রূপচাঁদ পঞ্চায়েত প্রধান হওয়ার পর তাঁর কথায় বুঝিয়ে দিয়ে টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ তোলেন।
প্রসঙ্গত রূপচাঁদের মৃত্যুর পর তাঁর বাবা বলেছিলেন, রূপচাঁদ রাজনৈতিক কারণেই খুন হয়েছেন। এদিকে সোমবার রূপচাঁদ মণ্ডলের পারলৌকিক কাজের দিন আমডাঙার বিধায়ক রূপচাঁদের বাড়িতে এলে দোষীদের গ্রেফতারির দাবিতে মৃতের পরিবার ও তৃণমূলীদের বিক্ষোভের মুখে পড়েন। চাপের মুখে পরে চারদিন সময় চাইলেন রফিকুর রহমান, যিনি আমডাঙার তৃণমূল বিধায়ক।
❤ Support Us