Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৭, ২০২৪

কেজরিওয়ালকে আবার সমন পাঠাল দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত, ১৬ মার্চ হাজিরার নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেজরিওয়ালকে আবার সমন পাঠাল দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত, ১৬ মার্চ হাজিরার নির্দেশ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবার সমন পাঠাল দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত। ১৬ মার্চ তাঁকে স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নতুন অভিযোগ দায়ের করার পরই আপ নেতাকে সমন পাঠিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। আবগারি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় বেশ কয়েকটা সমন এড়িয়ে যাওয়ার জন্য আবার মামলা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেছে ইডি।

ইডির সর্বশেষ অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের সমন মান্য না করার বিষয়ে। “প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট”-এর ৫০ নম্বর ধারা অনুসারে ইডি ৪ থেকে ৮ বার সমন পাঠিয়েছিল কেজরিওয়ালকে। প্রত্যেকবারই তিনি সমন এড়িয়ে গেছেন। ইডির আবেদনের ভিত্তিতে দিল্লির অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রার বেঞ্চ বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত করেছিল।

এদিকে, এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেছেন যে, ইডির মাধ্যমে বিরোধী নেতাদের হয়রানি করে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। আপ-এর জাতীয় আহ্বায়ক বলেছেন যে, তিনি বিজেপিতে যোগ দিলে তাঁকে নোটিশ পাঠানো বন্ধ হয়ে যাবে। আবগারি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় যুক্ত হাজির না হওয়ার জন্য ইডি এর আগে একটি স্থানীয় আদালতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বিচার চেয়েছিল। দিব্যা মালহোত্রার বেঞ্চ এই বিষয়টি (সমন নম্বর ১ থেকে ৩ সংক্রান্ত) ১৬ মার্চ শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।

অরবিন্দ কেজরিওয়াল ইডির সব সমনকে অবৈধ বলেছেন। এর আগে তিনি ইডিকে জানিয়েছিলেন, ১২ মার্চের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।আজ আদালতের সমন পাওয়ার পরেই দিল্লিতে নিজের মন্ত্রীসভার বৈঠক ডাকেন আপ সু্প্রিমো।

আবগারি নীতি মামলায় ইডির দায়ের করা চার্জশিটে একাধিকবার কেজরিওয়ালের নাম উল্লেখ করা হয়েছে। সংস্থাটি বলেছে যে অভিযুক্তরা ২০২১-২২-এর আবগারি নীতির প্রস্তুতির বিষয়ে কেজরিওয়ালের সাথে যোগাযোগ করেছিল। এখনও অবধি ইডি এই মামলায় আপ নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং, দলের মুখপাত্র বিজয় নায়ার এবং কয়েকজন মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!