- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩১, ২০২৩
৫০ দিন পর নবান্নে এলেন মুখ্যমন্ত্রী
স্পেন থেকে দুবাই হয়ে দেশে ফিরে পায়ের সমস্যায় এক কথায় গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ৩১ অক্টোবর, টানা ৫০ দিন বিশ্রামে থাকার পর নবান্নে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মুখ্যমন্ত্রী কিছুটা সুস্থ হওয়ার মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নবান্নে গিয়ে কাজে যোগ দিয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী নবান্নতে পৌঁছন। তবে এদিন খুব বেশি হাঁটাহাঁটি মুখ্যমন্ত্রী করেননি। ৫০ দিন পর নবান্নের নিরাপত্তা মঙ্গলবার বেশ আঁটোসাঁটো ছিল।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সদ্য গ্রেপ্তার হওয়া রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর বন্টন, আগামী মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রস্তুতির জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্নে এসেছেন। প্রসঙ্গত এর আগের মন্ত্রিসভার বৈঠক চলতি মাসের ১২ তারিখ মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসেই হয়েছিল। আগামী ৯ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বনদপ্তরের কাজকর্ম আপাতত দেখছেন বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এখন দেখার বন দফতরের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব আগামী ৯ নভেম্বর মুখ্যমন্ত্রী কার হাতে তুলে দেন।
❤ Support Us