- Uncategorized এই মুহূর্তে দে । শ
- মার্চ ১২, ২০২৫
সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে বিজেপি, বিধানসভায় প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

ধর্ম ঘিরেই উত্তপ্ত বিধানসভার আবহাওয়া । বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ও তৃতীয় দিনেও সরকার এবং বিরোধী বচসায় পরাদ বাড়লো রাজ্য রাজনীতির ।
বুধবার বিধানসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী । বিধানসভার অন্দরে সঙ্কীর্ণ রজানীতি করে বিশৃঙ্খলা তৈরি অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সাম্প্রদায়িক মন্তব্যের জেরে বিজেপির বিরুদ্ধে এদিন নিন্দা প্রস্তাব আনা হয় তৃণমূলের তরফে । বক্তৃতা করতে উঠে মমতা বন্দোপাধ্যায় বলেন, বিজেপি সম্প্রিতী নষ্ট করার চেষ্টা করছে । রাজ্যে সাম্প্রদায়িক বীজ বপনের চেষ্টা করছে বিজেপি, কোনো ধর্মকে আক্রমণ করা যায় না, সমস্ত ধর্মকে সম্মান করতে হবে । একই সঙ্গে তিনি বলেন বিধানসভায় প্রত্যেকটি পদ এবং চেয়ারই গুরুত্বপূর্ণ, এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে । এরই পাল্টা বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, জ্যোতি বসুর আমলে রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় বিধানসভায় ভাঙচুর করেছিলেন । সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর জবাব চান পদ্ম শিবিরের বিধায়ক শঙ্কর ঘোষ । প্রত্যুত্তরে মমতা বন্দোপাধ্যায় বিধানসভায় বলেন, ‘ আমি বিধানসভায় চেয়ার ভাঙিনি, প্রমাণ করতে পারলে, আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব ।’ এরপরই বিধানসভা কক্ষে তুমুল হট্টোগোল শুরু করে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন ।
Speaking in Assembly on LoP Suvendhu Adhikari’s statement, West Bengal CM Mamata Banerjee says, “Democracy is permanent, but the chair is not. Respect the chair. How can you think of throwing out Muslim MLAs. They (BJP) are targeting the Muslims because this is the Roza month,… pic.twitter.com/OJKPeFGSg7
— ANI (@ANI) March 12, 2025
অন্যদিকে বিধানসভার বাইরে মাটিতে বসে , বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বহিষ্কৃত বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান । সেখান থেকেই শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেছেন, ‘বাংলায় হিন্দুরা আক্রান্ত । সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী আশালীন, ব্যক্তিগত আক্রমণ করছেন । এরপর তাঁর অভিযোগ যে তৃণমূল রাজ্যে তোষণের রাজনীতি করছে । বিধানসভায় নন্দীগ্রামের হারের যন্ত্রণা ভুলতে না পেরেই মুখ্যমন্ত্রী এসব করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা । তিনি বলেন রাজনীতি মুখ্যমন্ত্রীর পেশা আর আমার পরিবারে রাজনীতি হচ্ছে আদর্শ এবং নেশা আর মমতা বন্দোপাধ্যায়ের কাছে ওটা পেশা । ‘
❤ Support Us