Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১২, ২০২৫

সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে বিজেপি, বিধানসভায় প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে বিজেপি, বিধানসভায় প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

ধর্ম ঘিরেই উত্তপ্ত বিধানসভার আবহাওয়া । বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ও তৃতীয় দিনেও সরকার এবং বিরোধী বচসায় পরাদ বাড়লো রাজ্য রাজনীতির ।

বুধবার বিধানসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী । বিধানসভার অন্দরে সঙ্কীর্ণ রজানীতি করে বিশৃঙ্খলা তৈরি অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সাম্প্রদায়িক মন্তব্যের জেরে বিজেপির বিরুদ্ধে এদিন নিন্দা প্রস্তাব আনা হয় তৃণমূলের তরফে । বক্তৃতা করতে উঠে মমতা বন্দোপাধ্যায় বলেন, বিজেপি সম্প্রিতী নষ্ট করার চেষ্টা করছে । রাজ্যে সাম্প্রদায়িক বীজ বপনের চেষ্টা করছে বিজেপি, কোনো ধর্মকে আক্রমণ করা যায় না, সমস্ত ধর্মকে সম্মান করতে হবে । একই সঙ্গে তিনি বলেন বিধানসভায় প্রত্যেকটি পদ এবং চেয়ারই গুরুত্বপূর্ণ, এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে । এরই পাল্টা বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, জ্যোতি বসুর আমলে রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় বিধানসভায় ভাঙচুর করেছিলেন । সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর জবাব চান পদ্ম শিবিরের বিধায়ক শঙ্কর ঘোষ । প্রত্যুত্তরে মমতা বন্দোপাধ্যায় বিধানসভায় বলেন, ‘ আমি বিধানসভায় চেয়ার ভাঙিনি, প্রমাণ করতে পারলে, আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব ।’ এরপরই বিধানসভা কক্ষে তুমুল হট্টোগোল শুরু করে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন ।

অন্যদিকে বিধানসভার বাইরে মাটিতে বসে , বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বহিষ্কৃত বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান । সেখান থেকেই শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেছেন, ‘বাংলায় হিন্দুরা আক্রান্ত । সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী আশালীন, ব্যক্তিগত আক্রমণ করছেন । এরপর তাঁর অভিযোগ যে তৃণমূল রাজ্যে তোষণের রাজনীতি করছে । বিধানসভায় নন্দীগ্রামের হারের যন্ত্রণা ভুলতে না পেরেই মুখ্যমন্ত্রী এসব করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা । তিনি বলেন রাজনীতি মুখ্যমন্ত্রীর পেশা আর আমার পরিবারে রাজনীতি হচ্ছে আদর্শ এবং নেশা আর মমতা বন্দোপাধ্যায়ের কাছে ওটা পেশা । ‘


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!