Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৫, ২০২৪

‌চাকরি হারানোদের উদ্দেশ্যে মমতার বার্তা, বিজেপি–সিপিএমকে একটা ভোটও নয়

আরম্ভ ওয়েব ডেস্ক
‌চাকরি হারানোদের উদ্দেশ্যে মমতার বার্তা, বিজেপি–সিপিএমকে একটা ভোটও নয়

কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। এই চাকরি হারানোরদের উদ্দেশ্যে অভূতপূর্ব নির্বাচনী বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘‌বিজেপি বা সিপিএম বা কংগ্রেসকে একটাও ভোট দেবেন না। শিক্ষকদের কাছ থেকে তো নয়ই, কোনও সরকারি কর্মীর কাছ থেকেও যেন ভোট না পায়।’‌
যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে রাজ্য সরকার। শুধু স্কুল শিক্ষা দফতরই নয়, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদও উচ্চ আদালতে যাচ্ছে। সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাওয়ার আশা করছে রাজ্য সরকার। বিজেপি–কে অভিযুক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘‌সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্ট নয়। আমি এখনও সুপ্রিম কোর্ট থেকে ন্যায়বিচার আশা করি। ওরা (‌বিজেপি) হাইকোর্ট কিনেছে, সিবিআই কিনেছে, এনআইএ কিনেছে। বিএসএফকেও কিনেছে, সিএপিএফ–কেও কিনেছে। দূরদর্শনের রং কেশর করে দিয়েছে।’
আদালতের সমস্ত নিয়োগ বাতিলের নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই বিশাল বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীদের যুক্তি, কয়েকজন যারা দুর্নীতিতে লিপ্ত, তাদের জন্য হাজার হাজার নিরপরাধ শিক্ষক, তাদের পরিবার এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।‌ আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অথবা অন্য কোনও বেঞ্চে রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!