Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৮, ২০২৩

দুর্গার তেজে উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতির, নাম না করে শাহকে মমতার কটাক্ষ, ‘‘ওঁদের কোনও শিক্ষা নেই, মা দুর্গার পুজো নিয়ে ওঁরা কিছুই জানেন না !’’

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্গার তেজে উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতির, নাম না করে শাহকে মমতার কটাক্ষ, ‘‘ওঁদের কোনও শিক্ষা নেই, মা দুর্গার পুজো নিয়ে ওঁরা কিছুই জানেন না !’’

বঙ্গ রাজনীতি এখন দুর্গার কৃপায় আরও উত্তপ্ত হয়ে উঠছে। অমিত শাহ কলকাতার শিয়ালদা সংলগ্ন সন্তোষ মিত্র স্কোয়ারে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দূর্গা পুজো উদ্বোধন করতে এসে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন, দেবী দূর্গা যেন বাংলাকে দুর্নীতি-ভ্রষ্টাচার মুক্ত করেন। পাশাপাশি বলেন, অযোধ্যায় জানুয়ারি মাসে রামমন্দির উদ্বোধন হবে, তার আগেই কলকাতা সারা বিশ্বের কাছে রামমন্দিরকে তুলে ধরল।  এদিকে মঙ্গলবার মহম্মদ আলি পার্কার দুর্গা পুজো ভার্চুয়ালি উদ্বোধন করার অনুষ্ঠানে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিলেন অমিত শাহকে। সরাসরি তৃণমূলনেত্রী বললেন, ‘‘ওঁদের কোনও শিক্ষা নেই। মা দুর্গার পুজো নিয়ে ওঁরা কিছুই জানেন না!’’

উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহম্মদ আলি পার্কার পুজো মণ্ডপ থেকে ভার্চুয়াল ব্যবস্থায় উপস্থিত মুখ্যমন্ত্রীকে রাম মন্দির নিয়ে শাহের ওই মন্তব্যের কথা জানালে বিরক্তির সুরে মমতা তৃণমূলনেত্রী বলেন, ‘‘ছাড়ুন তো ওদের কথা, সম্পর্কে কতটুকু জানে! রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন, অকাল বোধন করেছিলেন রাবণকে হারাতে।’’

ভার্চুয়াল ব্যবস্থায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী কলকাতার চেতলার বৃদ্ধাশ্রম নবনীড়ের দূর্গা পুজো , চেতলা হাত রোড, শান্তি কমিটির পুজো সহ কলকাতার অসংখ্য মণ্ডপের উদ্বোধন করেছেন। এই বিপুল সংখ্যার পুজোর সঙ্গে তাঁর ও তাঁর দলের সংযোগের প্রসঙ্গ তুলে ধরে দুর্গা পুজো কেন্দ্রিক বঙ্গ রাজনীতিতে তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির উপস্থিতি নিয়ে তৃণমূল সুপ্রিমোর কটাক্ষ, ‘‘ওরা তো একটা পুজো করে। একটা পুজো নিয়েই থাক!’’

এদিকে অমিত শাহের পুজো উদ্বোধন ও তা নিয়ে মমতার মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা বলেন, ‘‘রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের বাংলা ছেড়ে ১৬ লক্ষ ৪০ হাজার ছেলেমেয়ে কেন বেঙ্গালুরুতে চাকরি করতে যাচ্ছেন, স্যর বীরেনের রাজ্যে শিল্পপতিরা উত্তরপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ডে শিল্পের ঘোষণা করছেন। ওঁরা জানতে আসছেন, কী করে বাংলায় সরকার ডেঙ্গির মশা মারার বদলে মোদি-সরকারকে মারার পরিকল্পনায় ব্যস্ত!’’
এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘নতুন ভাবনা, নতুন গান, নতুন সাহিত্য নিয়ে পুজোর আগে আলাদা পরিসর ছিল। এখন পুজোর মঞ্চকে রাজনীতির জন্য কাজে লাগানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ব্যবস্থাপনায় চলে আসছেন পুজো উদ্বোধন করতে! আর আগে পুজোর সময়ে যাত্রা দল যে ভাবে প্রচুর পালা পেত, সেই রকম ভাবে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করে চলেছেন। যা চলছে, গণতন্ত্রের জন্য ভাল কিছু হচ্ছে না।’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!