শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এগারো দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুবাইয়ে গিয়েছেন। আজ বুধবার দুবাই থেকে স্পেনের যাওয়ার জন্য বিমান ধরতে দুবাইয়ের মেট্রোয় চড়লেন মুখ্যমন্ত্রী।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুবাই মেট্রোতে চড়ার সেই ছবি।
সোমবার কলকাতা থেকে রওনা হয়ে দুবাই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেই জানান, মঙ্গলবার দুবাই থেকে স্পেনে যাওয়ার কোনও বিমান না থাকায় তাঁদের সেখানে তাঁদের থাকতে হয়। এর পর বুধবার সকালে বিমান ধরার জন্য দুবাই থেকে মেট্রোতে রওনা দেন তিনি।
বিমানবন্দরে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে। লাউঞ্জে যখন ছিলেন মুখ্যমন্ত্রী তখন তাঁর সঙ্গে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। সেই মুহূর্তের কথা শেয়ার করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিজের এক্স–হ্যান্ডেলে সেই ছবি দিয়েছেন। আর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে হওয়া কথোপকথন তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে নিজের হাতে আঁকা একটি ছবিও উপহার দিয়েছেন।
বুধবারই দুবাই থেকে মাদ্রিদে পৌঁছনোর কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। সেখানে শিল্প সম্মলনে যোগ দেবেন তিনি। তিনদিন মাদ্রিদে থেকে ট্রেনে চেপে সেখান থেকে যাবেন বার্সিলোনা। সেখানে ২ দিন থাকার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্পেন থেকে তিনি দুবাই ফিরবেন। দুবাইয়েও একটি শিল্প সম্মলনে যোগ দেবেন তিনি। আগামী ২৩ সেপ্টেম্বর তিনি আবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
বিদেশ সফরে রওনা হাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবন্দরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “প্রদীপের তেল জোগাড় করতেই তাঁর এই সফর।” অর্থাৎ রাজ্যে বিনিয়োগ টানতেই তিনি যে স্পেন এবং দুবাই যাচ্ছেন সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তাঁর কথায়, স্পেন একাধিকবার রাজ্যে এসেছে। বইমেলায় পার্টনার ছিল। সেখানে অনেক মেনুফ্যাকচারিং ও অন্য শিল্প রয়েছে। তাই তিনি ছোট দেশকে বেছে নিয়েছে বিনিয়োগ টানার জন্য। রাজ্যে বাণিজ্য সম্মলেন বা বিজিবিএস রয়েছে। বিজিবিএস-এর আগে মুখ্যমন্ত্রী এই স্পেন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34