Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১, ২০২২

কংগ্রেসের কোন্দল বাড়ছে! রাহুলের সমালোচনা করে শাস্তির মুখে পৃথ্বীরাজ চৌহান ?

পৃথ্বীরাজ চৌহানের মতো সুপরিচিত নেতা সম্প্রতি টেলিভিশন শোতে রাহুলকে এক হাঁত নিয়েছেন। চৌহান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।

আরম্ভ ওয়েব ডেস্ক
কংগ্রেসের কোন্দল বাড়ছে! রাহুলের সমালোচনা করে শাস্তির মুখে পৃথ্বীরাজ চৌহান ?

চিত্র সংগৃহীত

গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বিস্বস্ত নেতারা রাহুল গান্ধীর পাশে দাঁড়াতে বিলকুল দ্বিধাগ্রস্থ নন। দলের দুর্দিন চলছে। গুলাম নবির পথ ছুঁইয়ে অনেকেই দল ছেড়েছেন। কেউ কেউ ক্ষোভ উওগরে দিচ্ছেন রাহুলের বিরুদ্ধে। পৃথ্বীরাজ চৌহানের মতো সুপরিচিত নেতা সম্প্রতি টেলিভিশন শোতে রাহুলকে এক হাঁত নিয়েছেন। চৌহান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী । স্থানীয় কর্মীরা তাঁর সান্নিধ্য এড়িয়ে চলেছেন। এর পেছনে কি রাহুলের ভুমিকা আবিষ্কার করে নিন্দায় সরব হয়ে উঠলেন চৌহান। কারণ যাই হোক না, রাহুল বিরোধিতা দল বরদাস্ত করছেন।

কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বীরেন্দ্র বশিষ্ঠ বিদ্রোহী ২৩- গোষ্ঠীর পৃথ্বীরাজ চৌহনের নিন্দা করে তাঁর শাস্তি দাবি করেছেন। কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধাণ তারিক আনোয়ারকে মেল পাঠিয়ে বলেছেন, দলের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে পৃথ্বীরাজ মিথ্যা অভিযোগ করেছেন। ৩৩ আগস্ট উনি গুলাম নবির সঙ্গে ছিলেন। হরিয়ানার প্রাক্তন মূখ্যমন্ত্রী ভূপিন্দর হুড্ডা ও আনন্দ শর্মাকে নিয়ে গুলাম নবির বাড়িতে গেছেন।

গুলাম নবির পদত্যাগের পরেই তাঁরা তাঁর সঙ্গে দেখা করে রাহুলের ‘অপরিণত’ নেতৃত্বকে দলের সর্বনাশের কারণ বলেছেন। কংগ্রেসের দুর্ভাগ্য, বড়ো সংখ্যক যোগ্য নেতারা দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। নেতাদের পরনো অবস্তানে ফিরে আসা দুষ্কর। চৌহানের অভিযোগ, এবার যাঁর হাতেই নেতৃত্ব অর্পিত হোক না কেন, তাঁকে পুতুল হয়ে বসে থাকতে হবে। আসন্ন পরিস্থিতি অনুকুল নয়। কংগ্রেসে কোন্দল ও ঘরোয়া অপপ্রচার লেগে থাকবে। চৌহানের বিরুদ্ধে সঙ্গত ব্যবস্থা নেবে কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি।


❤ Support Us
error: Content is protected !!