- স | হ | জ | পা | ঠ
- মে ২৫, ২০২৪
‘হু’- এর রিপোর্ট: মানুষের গড় আয়ুতে হ্রাস

বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তনের ধাক্কা তো ছিলই , তার ওপর নতুন আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু'(WHO)। ২০১৯-র অন্তিম থেকে শুরু করে ২০২১ পর্যন্ত চলা বিশ্বব্যাপী অতিমারি এবার থাবা বসিয়েছে মানুষের আয়ুষ্কালেও।
হু একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, ২০১২ সাল পর্যন্ত যে মানুষের গড় আয়ু ছিল ৭৩.২ বছর , ১.৮ বছর কমে তা দাঁড়িয়েছে ৭১.৪ বছর। অর্থাৎ মানুষের আয় বাড়ার বদলে তা কমেছে। অতিমারি দুই বছরে সাড়া বিশ্বকে পিছিয়ে দিয়েছে প্রায় দশ বছর।
রাষ্ট্রসংঘের ওই সংস্থা জানাচ্ছে, অতিমারির জন্য বেড়েছে শ্বাসযন্ত্রজনিত রোগ। বৃদ্ধি পেয়েছে স্ট্রোক, ইস্কেমিক হার্ট ডিজিজ ও ক্যান্সারের মতো মারণ রোগ। যদিও বিশ্বের সব দেশগুলির পরিসংখ্যান সমান নয়। আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চল। সেখানে গড় আয়ু প্রায় তিন বছর কমেছে।পশ্চিম প্রশান্ত মহাসাগরে আঘাত সবচেয়ে কম। সেখানে গড় আয়ু মাত্র ০.১ বছর কমেছে।
পাশাপাশি কমেছে সুস্থ থাকার সময়ও । বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ২০১২ সালে সুস্থ নীরোগ জীবন যাপনের বয়স ছিল ৬৩.৪ বছর। বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৬১.৯ বছর। ল্যানসেটে প্রকাশিত জার্নালে বলা হয়েছে , করোনা মহামারী চলাকালীনই মানুষের আয়ু কমে যায় ১.৬ বছর। হু-র প্রধান টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাসের মতে, স্বাস্থ্য নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি ওই খাতে দরকার দীর্ঘমেয়াদী বিনিয়োগ।
❤ Support Us