শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
প্রবল ঘূর্ণিঝড় ইউনিসে বিধ্বস্ত হল ব্রিটেন। সংবাদসংস্থা সূত্রে খবর, উড়ল ও-টু অ্যারেনার ছাদ। আবহবিদদের মতে, সাম্প্রতিক কালে এমন বিধ্বংসী ঝড় ইংল্যান্ডে এই প্রথম। শুক্রবার লিভারপুলে ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। আয়ারল্যান্ডে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সি এক বৃদ্ধার উপর। ঘটনাস্থলেই তিনি মারা যান। একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। বিধ্বস্ত হয়েছে পরিবহণ ব্যবস্থাও।একাধিক ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে লিভারপুল, কর্নওয়াল, আয়ারল্যান্ড ইত্যাদি জায়গার লণ্ডভণ্ড ছবি । জানা গেছে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিমি। । আস্ত মানুষকে উড়িয়ে নিয়ে যাওয়ার উপক্রম। লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডের একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তবে পরিষেবা সচল রাখা এবং যুদ্ধ তৎপরতায় উদ্ধারকাজ করছে ব্রিটেন প্রশাসন।
স্বভাবতই তীব্র ঝড়ে একের পর এক বিমান বাতিল করা হয়েছে। লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলিতে সব মিলিয়ে দু’লক্ষ মানুষ আটকে পড়েন। তবে জরুরি পরিষেবাগুলি সচল রাখার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34