Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২, ২০২৩

বাংলাদেশে ভূমিকম্প।কাঁপল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া,হুগলি সহ একাধিক জায়গা

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশে  ভূমিকম্প।কাঁপল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া,হুগলি সহ একাধিক জায়গা

শনিবার সকাল ৯টা ৫ মিনিট ৩১ সেকেন্ড নাগাদ বাংলাদেশের একাধিক এলাকা ভূমিকম্পে কেঁপে উঠল। এই ভূমিকম্পের জেরে কাঁপল কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল ছিল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৫ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশে ভূমিকম্পের প্রভাবে ওই একই সময় কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলা পরপর কেঁপে ওঠে। মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছাড়ায়।

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি  জানিয়েছে, স্থানীয় সময় ৯টা ৩৫ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙা, নোয়াখালির-সহ একাধিক এলাকায় ভূমিকম্পে কেঁপে ওঠে। দেশের আবহাওয়া দফতরের কর্তা রবিউল হক জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্থল ছিল রামগঞ্জ। বাংলাদেশে অনেকেই ভূমিকম্প টের পেয়েছেন। আতঙ্কে তাঁরা ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাদের ভূমিকম্পের সময়কার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

শনিবার সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ লাদাখেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে।
তবে এখনও পর্যন্ত বাংলাদের, লাদাখ সহ অন্য জায়গা থেকে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!