- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৮, ২০২২
বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে চলেছেন নেইমার, আজ সুইসদের বিরুদ্ধে বিকল্প রড্রিগো

আগের ম্যাচে সার্বিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলেছে ব্রাজিল। আজ গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টিটের দল। সুইজারল্যান্ডকে হারালেই শেষ ১৬–র জায়গা নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে টিম ম্যানেজমেন্ট চিন্তিত দলের চোট নিয়ে।
চোটের জন্য গ্রুপ লিগের বাকি দুটি ম্যাচ থেকেই ছিটকে গেছেন নেইমার ও দানিলো। সুইজারল্যান্ডের বিরুদ্ধে চোটের জন্য মিডফিল্ডার লুকাস পাকুয়েতাও অনিশ্চিত। ফলে নতুন ভাবে আবার তাঁকে দল সাজাতে হচ্ছে। দানিলোর জায়গায় মিলিতাওকে খেলাতে পারেন টিটে। বিকল্প হিসেবে রয়েছেন দানি আলভেজও। পাকুয়েতা যদি খেলতে না পারেন, তাহলে আক্রমণভাগে কয়েকটা পরিবর্তন হতে পারে। নেইমারের জায়গায় রড্রিগোকে খেলানো হতে পারে। মিডফিল্ডে ক্যাসেমিরোর সঙ্গে ফ্রেড শুরু করতে পারেন।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে নেইমারের চোটের ব্যাপারে কোনও আশার আলো দেখাকে পারেননি ব্রাজিল কোচ টিটে। সাংবাদিক সম্মেলনে তাঁর কথাবার্তা শুনে মনে হয়েছে, তিনিও খুব একটা আশাবাদী নন। টিটে বলেন, ‘চোট কতটা গুরুতর, কবে মাঠে নামার মতো অবস্থায় আসবে, এই ব্যাপারে বলার মতো আমি কেউ নই। তবে আমার বিশ্বাস, নেইমার ও দানিলো দুজনেই বিশ্বকাপে খেলবে।’ টিটে, যতই বলুন না কেন, চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন নেইমার। সেরকম পরিস্থিতি তৈরি হলে, কাতার বিশ্বকাপেও ফিরে আসতে চলেছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের স্মৃতি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মেরুদণ্ডে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রথম একাদশ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ব্রাজিল কোচ টিটে। তিনি বলেন, ‘আমরা নেইমারের বিকল্প ঠিক করে ফেলেছি।হাতে থাকা ফুটবলারদের বিবেচনা করে সিদ্ধান্ত নেব। ফ্রেড, রড্রিগোরা রয়েছে। মিলিতাও নিজের যোগ্যতা প্রমাণ করেছে। ম্যাচের আগে প্রথম একাদশ বেছে নেব।’
পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকলেও সুইজারল্যান্ডের বিরুদ্ধে লড়াই সহজ হবে না ব্রাজিলের। বিশ্বকাপে বরাবরই চমক দিয়ে থাকে সুইসরা। আগের বিশ্বকাপেও সুইজারল্যান্ড ও ব্রাজিল একই গ্রুপে ছিল। গ্রুপ লিগের সেই ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১–১ ড্র করেছিল সুইজারল্যান্ড। যদিও এবারের ব্রাজিল দল গতবারের দল থেকে অনেক বেশি শক্তিশালী।
একনজরে দেখে নেওয়া যাক, কেমন হতে পারে ব্রাজিলের প্রথম একাদশ: অ্যালিসন বেকার, এডের মিলিতাও/দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।
❤ Support Us