- Uncategorized এই মুহূর্তে ভা | ই | রা | ল
- নভেম্বর ২১, ২০২২
ভবিষ্যতবানী মিলিয়ে দিয়েছে নেয়ার, এবার কি ‘মিস্টিক মিলি’র পালা?

বিশ্বকাপ এলেই শুরু হয়ে যায় ভবিষ্যতবানী পর্ব। প্রতিটা বিশ্বকাপেই ভবিষ্যতবানীর করে শিরোনামে চলে এসেছে বেশ কয়েকটা প্রাণী। কখনও অক্টোপাস পল, কখনও আবার হাতি নেলি, কখনও উট শাহিন, বিড়াল অ্যাকিলিস। এদের সঙ্গে কাতার বিশ্বকাপে যুক্ত হয়েছে উট ‘মিস্টিক মিলি’, আলপাকা আলফি ও পাখি নোয়া। ইংল্যান্ড–ইরান ম্যাচের আগে ভবিষ্যতবানী করে শিরোনামে উঠে এসেছে এই ‘আধ্যাত্মিক’ উট মিলি।
২০১০ দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে ভবিষ্যতবানী করে সারা ফেলে দিয়েছিল জার্মানির অক্টোপাস পল। সেই সময় তাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ চলাকালীন ৮টি ম্যাচের ফলাফল সম্পর্কে আগাম আভাস দিয়েছিল পল। তার সেই ভবিষ্যতবানী মিলেও গিয়েছিল। জার্মানির ওবেরহাউসেনে সি লাইফ সেন্টারে পলের সামনে রাখা থাকত দুটি প্লাস্টিকের বাক্স। তাতে দুই দেশের পতাকা থাকত। দুটি বাক্সে রাখা থাকত মুসেল। পল সেই মুসেল খেতে যে বাক্সটিকে বেছে নিত, সেটিকেই ধরা হতো সংশ্লিষ্ট ম্যাচের জয়ী হিসেবে। এভাবেই পল মিলিয়ে দিয়েছিল কয়েকটি ফলাফল। বিশ্বকাপ ফাইনালের ফলাফলও মিলিয়ে দিয়ে বিশ্ববাসীর কাছে খুব আদরের হয়ে উঠেছিল পল, বিশেষ করে স্পেনের মানুষের কাছে। তবে কিছু ম্যাচের ফল মেলাতেও পারেনি পল। একইভাবে ম্যাচের ফলাফল জানতে হাতি, গিনিপিগকেও ছাড়েননি।
এবারের বিশ্বকাপে ভবিষ্যতবানীর আসরে নেমেছে আলপাকা, পাখি ও উট। আলপাকাটির নাম আলফি। সে রয়েছে অক্সফোর্ডশায়ারের ফেয়ারিটেল ফার্মে। সেখানেও পতাকা লাগিয়ে খাবার রাখা হয়েছিল আলপাকাটির জন্য। আলফি জানিয়ে দিয়েছে গ্রুপ বি থেকে রাউন্ড অব সিক্সটিনে যাবে ইংল্যান্ড আর আমেরিকা। গ্রুপশীর্ষে থাকবে ইংল্যান্ড। নানাভাবে চেষ্টা চলেছে আলপাকার বিশ্লেষণ জানার। আলপাকা আলফি জানিয়েছে, ইংল্যান্ড হারিয়ে দেবে ওয়েলসকে, আমেরিকা হারাবে ইরানকে। তবে এর বেশি আগাম কিছু জানায়নি আলপাকাটি। পরের রাউন্ডগুলির আগে হয়তো সে আবার সম্ভাব্য বিজয়ীর ইঙ্গিত দেবে।
এদিকে, ইংল্যান্ড-ইরান ম্যাচ শুরুর আগে ভবিষ্যদ্বাণী করেছে উট। আধ্যত্মিক ক্ষমতাসম্পন্ন সেই উটের নাম ‘মিস্টিক মিলি’। মিলিকে ইংল্যান্ড ও ইরানের পতাকা দুটির মধ্যে একটা বেছে নিতে বলা হয়েছিল। তার সামনে কয়েক গজ দূরে ইজেলের ওপর রাখা হয়েছিল এবং সে প্রতিবার সোজা সেন্ট জর্জ ক্রস পর্যন্ত এগিয়ে গিয়েছিল। মিস্টিক মিলির ভবিষ্যতবানীর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। উটের মালিক জেনি এবং ভার্নন জানিয়েছেন, মিলি কখনই ভুল করে না। জেনি বলেছেন, ‘ক্যামিলা খুবই দৃঢ় ইচ্ছাশক্তিসম্পন্ন। সর্বদাই মনে হয় কখন খাবারের সময় হয়েছে তা জানে। তাই বিশ্বকাপের ফলাফলের ভবিষ্যদ্বাণী করার তার ক্ষমতার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।’
এর পাশাপাশি ভবিষ্যতবাণীর জন্য উঠে এসেছে এক বাজপাখি। কাতারে ভালোবাসার প্রতীক বাজপাখি। তেমনই এক বাজপাখিকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য। যার নাম নেয়ার। বিশ্বকাপের বল গড়ানোর আগেই দোহার উত্তরে এক মরুভূমিতে বিজয়ী দলকে বেছে নিচ্ছে বাজপাখি নেয়ার। তার বিজয়ী দল বেছে নেওয়ার পদ্ধতি আলাদা। খালি জায়গায় ড্রোনের সাহায্য দুই দেশের পতাকা উড়িয়ে দেওয়া হচ্ছে। পতাকার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে পায়রার মাংস। এরপর বাজপাখি নেয়ার উড়ে গিয়ে ছোঁ মেরে নিচ্ছে একটি দেশের পতাকা। নেয়ার যে দেশের পতাকা তুলে নিচ্ছে, সেই দেশকেই ওই ম্যাচের জয়ী দল হিসেবে ভাবা হচ্ছে। রবিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার ও ইকুয়েডর। ম্যাচের আগে বিজয়ী দল হিসেবে ইকুয়েডরকে বেছে নিয়েছিল নেয়ার। ফলাফল মিলে গেছে।
❤ Support Us