- Uncategorized এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২১, ২০২৫
বৌবাজারের নীচ দিয়ে চলল মেট্রো।শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল ট্রায়াল রান

অবশেষে কাটল জটিলতা। বৌবাজার পেরিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলল পাতাল রেলের ট্রায়েল। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি সহ উচ্চবদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই ট্রায়েল রানে। মঙ্গলবার সকালে ট্রেনটি শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অবধি পৌঁছোয়।
২০১৯ সালে বৌবাজারের মেট্রো সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে বিপজ্জনক ভূমি ধ্বস নামে । অঞ্চলের বহু বাড়িতে ফাটল ধরে, হেলেও পরে বেশ কিছু । আকস্মিক বিপর্যয়ে বন্ধ হয়ে যায় ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণের কাজ । দীর্ঘ বিরতির পর কাজ শুরু হলে, পুনরায় মাটি ধ্বসের সম্ভাবনা দেখা দেয় । ব্যাহত হয় মেট্রো সুড়ঙ্গ তৈরির কাজ । অবশেষে উন্নত প্রযুক্তির সহায়তায় সেই সমস্যার সমধান হয়, সম্পূর্ণ হয় মেট্রোর কাজ । মঙ্গলবার শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সেপথ দিয়েই সফল ট্রায়েল সম্পূর্ণ করল মেট্রো রেল। পরীক্ষামূলক এই যাত্রার জন্য সোমবার রাতেই একটি মেট্রো ট্রেনকে প্রস্তুত রাখা হয়েছিল।
মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, অপেক্ষাকৃত ধীর গতিতে এদিন বৌবাজারের নীচ দিয়ে মেট্রোরেল চালানো হয়েছে পরীক্ষামূলক ভাবে। এই ট্রায়েল রানের আগেও বারকয়েক খতিয়ে দেখে নিশ্তিত করা হয়েছে ওই অঞ্চলের সুরঙ্গ গুলোর সুরক্ষা। খুব শীঘ্রই সেক্টর ফাইভ থেকে হাওড়া পর্যন্ত টানা মেট্রো পরিষেবা শুরু হবে। এর আগে হাওড়া থেকে এসপ্ল্যানেড এবং শেয়ালদা থেকে সেক্টরফাইভ পর্যন্ত মেট্রো চলতো।
❤ Support Us