Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৫, ২০২৪

বাড়ির ভেতরে ৪ সন্তান প্রসব লুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুলের, উদ্ধার করে চিকিৎসা বন দপ্তরের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাড়ির ভেতরে ৪ সন্তান প্রসব লুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুলের, উদ্ধার করে চিকিৎসা বন দপ্তরের

বাড়ির ভেতরে রাখা ড্রাম ৪টি বাচ্ছা-সহ একটি পূর্ণবয়স্ক গন্ধগোকুল উদ্ধার করল বনদপ্তর। কাটোয়ার পানুহাট এলাকার ঘটনা। বনদপ্তরের কাটোয়া রেঞ্জ অফিস থেকে ২ জন বনকর্মী সুনীল দেবনাথের বসতবাড়ির  ঘর থেকে আধঘন্টার চেষ্টায় ড্রামের ভিতর থাকা চারটি বাচ্ছা সহ পূর্ণবয়স্ক লুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুল উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যায়। সুনীলবাবু বলেন, ‘দুপুরে কুঁই-কুঁই আওয়াজ শুনে খুঁজতে খুঁজতে দেখি, ড্রামের মধ্যে অদ্ভুত ধরনের জন্তুগুলি রয়েছে। তারপরই বন দপ্তরে খবর দিই।’ বনকর্মী সমীর হাজরা বলেন, ‘বাচ্ছা প্রসবের সময় নিরাপদ স্থান ভেবে বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছিল পূর্ণ বয়স্ক গন্ধগোকুলটি।’ বনকর্মী ও পরিবেশকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, বন-জঙ্গল  কমে যাওয়ায় বন্যপ্রাণীদের বাসস্থানের অভাব দেখা দিয়েছে। গন্ধগোকুল বা খাটাশ  নিবিড় তৃণভূমি ও বনবাদাড় এলাকায় থাকতে বেশি পছন্দ করে। মাংসাশী স্তন্যপায়ী প্রানী গন্ধগোকুল গর্ত, পাথরের নিচে কিংবা উঁচু ঘাস ও ঝোপঝাড়ের তলায় থাকে। সমুদ্র উপকূলীয় ম্যানগ্রোভ অঞ্চল ছাড়া খাটাশ বা গন্ধগোকুল  দেশের সর্বত্রই আছে। তবে বনদপ্তর সূত্রে জানা যায় গন্ধগোকুলদের সংখ্যা দিন দিন কমছে। দপ্তরের কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন, ‘আপাতত বাচ্ছাগুলোর চিকিৎসা করিয়ে কয়েকদিন পর্যবেক্ষণে রেখে  উর্ধ্বতন কর্তৃপক্ষের  নির্দেশ অনুসারে কাটোয়া রেঞ্জ অফিস থেকে স্থানান্তরিত করা হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!