Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • মে ১২, ২০২৩

কুন্তলের চিঠি মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না কোর্ট। নিয়োগের তদন্তের ভারও সিবিআই-র হাতে। অস্বস্তিতে তৃণমূল সাংসদ

আরম্ভ ওয়েব ডেস্ক
কুন্তলের চিঠি মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না কোর্ট। নিয়োগের তদন্তের ভারও সিবিআই-র হাতে। অস্বস্তিতে তৃণমূল  সাংসদ

অভিষেক বন্দোপাধ্যায়ের মামলায় এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট,  বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার এই পর্যবেক্ষণ দিয়েছেন। বিচারপতি শুক্রবার এই মামলার শুনানিতে বলেন, মামলা চলছে, সোমবার শুনানি হবে। কিছু হলে আদালত ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। এদিন এই মামলা চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করার সময় বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআই-র  জিজ্ঞাসাবাদ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জিও জানান। তবে,  বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, মামলা চলছে। সোমবার  শুনানি হবে। তার আগে কোনো প্রয়োজন হলে আদালত ৭দিন ২৪ ঘণ্টা খোলা আছে।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে ইডি ,সিবিআই জেরা না করে সেই আর্জি জানিয়ে অভিষেকের আইনজীবীরা আদালতে স্বস্তি না পাওয়ায় বিরোধী শিবিরে খুশির হাওয়া বইছে। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা টানা ৬ ঘণ্টা জেরা করেছিল। তিনি সেই জেরায় নিজেকে অগ্নিশুদ্ধ প্রমাণ করে বেরিয়ে এসেছেন। অভিষেক বন্দ্যঅধ্যায় এতো ভয় পাচ্ছেন কেন? তিনিই না বলেছিলেন, তাঁর বিরুদ্ধে কয়লা, গরুকাণ্ডে কোনও অভিযোগ প্রমাণ হলে তাঁকে কারও শাস্তি দিতে হবে না, তিনি নিজেই রাজপথে নিজের গলায় ফাঁসির দড়ি দিয়ে আত্মহত্যা করবেন। তাহলে তিনি বারবার হাজিরা এড়াতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করছেন কেন?

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, এটা আদালতের বিষয়। আমি এই বিষয়ে কোনও কথা বলবো না। যাঁর বিরুদ্ধে আদালত এই রায় দিয়েছেন তাঁর আইনজীবীরা এ বিষয়ে বলবেন। তবে, অভিষেক যে ভাবে আন্দোলন করে মানুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করছেন তাতে ছেদ টানার জন্যই তাঁর বিরুদ্ধে কিছু মানুষ কুৎসা রটাচ্ছেন। আদালতের নির্দেশে জেরা নিয়ে তিনি ভয় পেয়েছে রটানো হচ্ছে কেন? এর আগেও তো অভিষেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হয়েছেন দিল্লিতে। তারপর তিনি বেরিয়ে এসে কি বলেছেন সেটা সবাই শুনেছেন।

শুক্রবার  পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত অয়ন শীলের কাছ থেকে পুর-নিয়োগ দুর্নীতির নথিও পাওয়া গেছে। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তার প্রেক্ষিতেই এই মামলা সিবিআই কে দিয়ে তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর পাশাপাশি তদন্ত শুরু করে ইডিও। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তারপর নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে সেই মামলা ফের হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিনহার আদালতে স্থানান্তরিত হয়। তার পরেও রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। শুক্রবার সেই মামলায় রায়দানে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। তাই বলা যায় একই দিনে আদালতে জোড়া ধাক্কা খেল তৃণমূল তথা রাজ্য সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!