শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আম্পায়ারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলা ও মাঠে অখেলোয়াড়চিত আচরনের জন্য কড়া শাস্তির মুখে পড়তে হল ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কাউরকে। তাঁর ম্যাচ ফি–র ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। বাংলাদেশ দলকেও কটাক্ষ করেন হরমনপ্রীত কাউর। তাঁর মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে।
শনিবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের একদিনের সিরিজের শেষ ম্যাচ ছিল। ৩৪ তম ওভারে নাহিদা আখতারের চতুর্থ বলে হরমনপ্রীতকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়র। আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি হরমনপ্রীত। ব্যাট দিয়ে আঘাত করে উইকেট ভেঙে দেন। আম্পায়ারের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকেন। মাঠ ছাড়ার সময়ও দর্শকদের দিকে দিকে আঙুল তুলে অঙ্গভঙ্গী করেন।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ক্ষোভে ফেটে পড়েন হরমনপ্রীত কাউর। তিনি বলেন, ‘জঘন্য আম্পায়ারিং। ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে প্যাথেটিক আম্পায়ারিংয়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়ে আসতে হবে।’ পাশাপাশি নিরপেক্ষ দেশের আম্পায়ারেরও দাবি তোলেন হরমনপ্রীত। তাঁর এই ধরণের আচরণ ভালভাবে নেননি ম্যাচ রেফারি। তিনি আইসিসি–র কাছে হরমনপ্রীতের নামে কড়া রিপোর্ট পাঠান। সেই রিপোর্টের ভিত্তিতেই বড় অঙ্কের জরিমানা করা হয়েছে হরমনপ্রীতের। ব্যাট দিয়ে উইকেটে আঘাত করার জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ ও আম্পায়ারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য আরও ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ছবি তোলা নিয়েও বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানাকে কটাক্ষ করেন হরমনপ্রীত কাউর। ট্রফি দেওয়ার পর দুই দলের অধিনায়ককে একসঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়। তখন হরমনপ্রীত নাকি নিগার সুলতানাকে তাংর সঙ্গে ছবি না তুলে আম্পায়ারের সঙ্গে ছবি তোলার কথা বলেন। হরমনপ্রীতের এই আচরণ মেনে নিতে পারেননি নিগার সুলতানা। তিনি দল নিয়ে ড্রেসিংরুমে ঢুকে যান।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34