- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৬, ২০২৩
প্রার্থণা স্থল থেকে প্রাথমিক স্কুল সশস্ত্র হামাসের ডেরা, দাবি ইসরায়েল সেনার। সন্ত্রাস দমনেই ২৫০ নগরকেন্দ্রে তাই পাল্টা আঘাত
ইসরায়েল গাজার ২৫০টি জায়গায় হামলা চালিয়েছে, এর মধ্যে মসজিদ, কিন্ডারগার্টেন রয়েছে, যেখানে হামাস রকেট লঞ্চার রেখেছিল বলে ইসরায়েল সেনার দাবি। এগুলি সবকটিই হামাসদের ডেরা, ইসরায়েল ডিফেন্স ফোর্স এই ঘটনা উল্লেখ করে জানিয়েছে যে এটাই হচ্ছে আর একটি প্রমাণ যে হামাস সন্ত্রাস চালাতে অসামরিক জায়গাগুলি ব্যবহার করে। ইসরায়েল সেনা বাহিনীর দাবি, এই হামলায় হামাসের পরিকাঠামোতে তারা আঘাত হানতে পেরেছে, যার মধ্যে কমান্ড সেন্টার, সুড়ঙ্গ ও রকেট লঞ্চের রয়েছে। ইসরায়েলি সেনার এক মুখপাত্র জানিয়েছেন, ২২৪টি পরিবারকে অবগত করা হয়েছে যে তাদের প্রিয়জনদের বন্দি করে রাখা হয়েছে। তবে এই সংখ্যাটি চূড়ান্ত নয়, কারণ সামরিক বাহিনী এখনও অনুসন্ধান চালাচ্ছে। তবে এই বন্দিদের মধ্যে চারজন মুক্তিপ্রাপ্ত নেই, যাদের বন্দি করে রাখা হয়েছিল।
In preparation for the next stages of combat, the IDF operated in northern Gaza.
IDF tanks & infantry struck numerous terrorist cells, infrastructure and anti-tank missile launch posts.
The soldiers have since exited the area and returned to Israeli territory. pic.twitter.com/oMdSDR84rU
— Israel Defense Forces (@IDF) October 26, 2023
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ওপর যে রকেট হামলা চালায় তাতে ১৪০০ জনের মৃত্যু হয়েছিল। বহু মানুষ আহত হয়েছিল। হামাসের এই হামলার পরেই ইসরায়েল প্রচন্ড শক্তি নিয়ে হামাস জঙ্গিদের ওপর হামলা চালাতে শুরু করে। হামাসের স্বাস্থ্য মন্ত্রকের দাবি ইসরায়েলি হামলায় হামাসের ৭ হাজার মানুষ মারা গেছে।
ইসরায়েল এবার গাজায় সরাসরি সামরিক অভিযান শুরু করতে চলেছে, এমনই আভাস দিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগ। জানা গেছে, গাজার ভূখণ্ডে ঢুকে হামাসদের ডেরা গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলের সেনা। তবে অপারেশন সেরে আবার ইজরায়েলে ফিরে এসেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযানের কয়েক ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, স্থলভাগে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশের সেনা। সেই প্রস্তুতির অঙ্গ হিসাবেই গাজার উত্তরদিকে অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগ একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইজরায়েলের সীমানা পেরিয়ে গাজা ভূখণ্ডে ঢুকেছে প্রচুর ট্যাঙ্ক। এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, “সংঘর্ষের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি হিসাবে গাজার উত্তরদিকে অভিযান চালিয়েছে ইজরায়েলের সেনা। ট্যাঙ্ক ও সেনাবাহিনী যৌথভাবে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তবে এই অভিযান শেষ করে এলাকা ছেড়ে সেনাবাহিনী আবার ইজরায়েলে ফিরে এসেছে।”
❤ Support Us