Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ৮, ২০২২

ডুয়ার্সের রাস্তায় চিতাবাঘের দেহ! গাড়ির ধাক্কাতেই মৃত্যু নাকি অন্য কারণ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ডুয়ার্সের রাস্তায় চিতাবাঘের দেহ! গাড়ির ধাক্কাতেই মৃত্যু নাকি অন্য কারণ?

ছবির ঋন: দূরদর্শন ।

ডুয়ার্সের তোতাপাড়া থেকে জালাপাড়াগামী রাস্তায়  মাঝখানে রক্তাক্ত শরীর নিয়ে পড়ে আছে প্রাণীটা । পেটে গভীর ক্ষত। দেখেই মনে হচ্ছিল ভারী কোনও বস্তুর ধাক্কায় থেঁতলে গিয়েছে পেটের একাংশ। খোলা চোখদুটো বেদনায় বিমর্ষ।নিথর চিতাবাঘটার দেহ ঘিরে উড়ছে দু একটা মাছি।  শুক্রবার সকালে বাগানে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। তাঁরাই প্রথম  দেখতে পান চিতাটিকে। নিমিশের মধ্যে  ভিড় জমতে থাকে। খবর পাঠান হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়ারে কর্মীদের। ছুটে আসে বনকর্মীরা। বনদফতর সূত্রে খবর, এটি একটি অপ্রাপ্তবয়স্ক পুরুষ চিতাবাঘ। চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে ময়নাতদন্ত করা হবে বলে বনদফতর সূত্রে খবর।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ডুয়ার্সে জলঢাকা নদী সংলগ্ন জঙ্গলে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়। বন বিভাগের কর্মীরা টহলদারি চালানোর সময় প্রাপ্তবয়স্ক ওই চিতাটির দেহ জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখেন। এই ঘটনায় পাচারকারীদের জড়িত না থাকার অনুমানই করছে বন বিভাগ। প্রাথমিকভাবে হাতির হামলায় ওই চিতাবাঘের মৃত্যু হয়েছে বলে মনে করছিলেন বনদফতরের কর্মীরা।

বনকর্মীরা জানতে পেরেছিলেন, চিতাবাঘটির বাচ্চা ছিল। সেই সময় আচমকা হাতির দল সামনে চলে আসায় বাচ্চার প্রাণহাণির আশঙ্কা চিতাবাঘ হাতির সঙ্গে লড়াই করে। চিতাবাঘটিকে হাতি শুঁড়ে তুলে আছড়ে ফেলে দিতে পারে। তাতেই মৃত্যু হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছিলেন বনকর্মীরা।
এদিনের ঘটনা প্রসঙ্গে বনকর্তা বলেন, ‘রাস্তার পার হওয়ার সময়েই হতে পারে দুর্ঘটনাটি ঘটেছে। চিতাবাঘটির পেটে ক্ষত রয়েছে। সেক্ষেত্রে পেটেই ধাক্কা লাগতে পারে। দেহটি পরীক্ষা করে দেখার পর বিষয়টি নিশ্চিত হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!