- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৩, ২০২৩
বাতিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান? তৈরি হয়েছে বিভ্রান্তি

শেষ মুহূর্তে বাতিল হয়ে যাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান? তেমন সম্ভাবনার কথাই জানা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্ত। সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিবর্তে ফাইনালের দিন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি অনুষ্ঠান করা হতে পারে।
আগামীকাল অর্থাৎ বুধবার সন্ধে ৭টায় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। জমকালোভাবে উদ্বোধন করার জন্য ম্যাচের আগের দিন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠানে রণবীর সিং, বরুণ ধাওয়া, তামান্না ভাটিয়ার মতো বলিউডি তারকাদের পারফর্ম করার কথা ছিল। এছাড়া অরিজিত সিং, শঙ্কর মহাদেবন, আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষালের মতো সঙ্গীত শিল্পীদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, এই অনুষ্ঠান হবে না।
কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, তা অবশ্য স্পষ্ট নয়। এর আগে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। সেই কারণে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হচ্ছে কিনা, সেটাও জানা যাচ্ছে না। আসল কারণ জানার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি থাকলেও ‘ক্যাপ্টেন ডে’ অবশ্য হচ্ছে। ১০ দলের অধিনায়ককে নিয়ে ক্যাপ্টেন মিট অবশ্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে। তবে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয়নি। যদিও শেষ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান না হয়, তাহলে বিশ্বকাপের ইতিহাসে এক নজির সৃষ্টি হবে। ভারত–পাকিস্তান ম্যাচের আগে একটা অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বোর্ড কর্তাদের।
❤ Support Us