Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • সেপ্টেম্বর ৯, ২০২৩

‌মঙ্গল গ্রহে মিরাকল নাসার, অক্সিজেন তৈরির মিশন সফল

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মঙ্গল গ্রহে মিরাকল নাসার, অক্সিজেন তৈরির মিশন সফল

মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল আছে। কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের মাত্রা যথেষ্ট নয়। পৃথিবী থেকে অক্সিজেন নিয়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল প্রচেষ্টা। তাই বছরের পর বছর ধরে মঙ্গল গ্রহে অক্সিজেন উৎপাদনের জন্য একটা নির্ভরযোগ্য কৌশল খুঁজে বার করার ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ মঙ্গল গ্রহে প্রাপ্ত সম্পদ ব্যবহার করে। অবশেষে সেখানে অক্সিজেন উৎপাদন তৈরির কাজ সফলভাবে সম্পূর্ণ করেছে নাসা (‌NASA)–র পারসিভারেন্স রোবার। নাসার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
২০২১ সাল থেকে নাসার পারসিভারেন্স মঙ্গল গ্রহের পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে৷ এটি এখন সফলভাবে তার অক্সিজেন উৎপাদক ‘‌মোক্সি (‌MOXIE)‌ মিশন সম্পূর্ণ করেছে৷ নাসা জানিয়েছে, ‘‌মোক্সি মোট ১২২ গ্রাম অক্সিজেন উৎপাদন করে প্রত্যাশা পূরণ করেছে।’‌ নাসার যা লক্ষ্য ছিল, তার থেকে দ্বিগুণ অক্সিজেন উৎপাদন করছে। উৎপাদিত অক্সিজেনের বিশুদ্ধতা ৯৮%। এই অক্সিজেন জ্বালানি এবং শ্বাসপ্রশ্বাস, উভয়ের জন্যই উপযুক্ত।
MOXIE (মঙ্গল অক্সিজেন ইন–সিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট) পারসিভারেন্স রোভার বরাবর ট্যাগ করা একটা ডিভাইস। এর অপারেশন আপাতত শেষ হচ্ছে। কারণ ডিভাইসটি সফলভাবে শেষবারের মতো অক্সিজেন তৈরি করেছে৷ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)–র নির্মাতাদের দ্বারা তৈরি যন্ত্রটি তাঁদের প্রত্যাশার থেকেও বেশি অক্সিজেমন তৈরি করেছে।
নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর পাম মেলরয় বলেছেন, ‘‌MOXIE–র চিত্তাকর্ষক কর্মক্ষমতা প্রমাণ করে দেখিয়েছে যে, মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন আহরণ করা সম্ভব। যা ভবিষ্যতে মহাকাশচারীদের জন্য শ্বাসপ্রশ্বাসের জন্য বায়ু বা রকেট প্রপেলান্ট সরবরাহে সাহায্য করতে পারে।’‌
২০২১ সালে মঙ্গল গ্রহে অবতরণ করার পর থেকে MOXIE ১২২ গ্রাম অক্সিজেন উৎপাদন করেছে। এটা প্রায় ১০ ঘন্টার মধ্যে একটা ছোট কুকুরের শ্বাস–প্রশ্বাসের সমান। এই পরিমান অক্সিজেন নাসার প্রাথমিক লক্ষ্যের দ্বিগুণ ছিল। ৭ আগস্ট MOXIE তার মিশনের অংশ হিসাবে চূড়ান্ত সময়ের জন্য অক্সিজেন তৈরি করেছিল। তখন এটা ৯.‌৮ গ্রাম অক্সিজেন তৈরি করেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!