Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১, ২০২৩

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের লোগোতে নেই অশোক স্তম্ভ, প্রতিবাদে আইএমএ

আরম্ভ ওয়েব ডেস্ক
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের লোগোতে নেই অশোক স্তম্ভ, প্রতিবাদে আইএমএ

পুরান, ইতিহাসকে এক করে বিজ্ঞানকে পুরানের ব্যাখ্যায় প্রতিষ্ঠা করতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার আর এক ধাপ এগোল। এবার ন্যাশনাল মেডিক্যাল কমিশনের লোগো পরিবর্তন করা হল। এই লোগো থেকে অশোকস্তম্ভ সরিয়ে ঈশ্বরের প্রতীক স্বরূপ ধন্বন্তরীর রঙিন ছবি জুড়ে দেওয়া হয়েছে। এই ধন্বন্তরী হচ্ছেন বিষ্ণুর অবতার,আর পুরাণ মতে বিষ্ণু হলেন আয়ুর্বেদের জনক বা ঈশ্বর।
ন্যাশনাল মেডিক্যাল কমিশন জানিয়েছে, ধন্বন্তরীর লোগো প্রায় এক বছর যাবৎ তারা ব্যবহার করছেন। আগে এটা সাদা-কালোয় ছিল, তাই প্রিন্ট করালে ছবি স্পষ্ট আসত না। আমরা সাদা-কালো ছবির জায়গায় শুধুমাত্র একটি রঙিন ছবি ব্যবহার করেছি মাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাশনাল মেডিক্যাল কমিশনের অন্য এক আধিকারিক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগোতে রাষ্ট্র সংঘের প্রতীক রয়েছে, তাকে জড়িয়ে রয়েছে একটি সাপ। এই সাপটি ওষুধ ও চিকিৎসা পেশার পরিচয় বহন করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তাদের লোগোতে সাপের ছবি রাখা হয়েছে প্রাচীন গ্রিক দেবতা অ্যাসক্লিপিয়াসের কথা স্মরণ করে। এর পিছনে একটা পৌরানিক ভাবনা, চিকিৎসা এবং আরোগ্য সংক্রান্ত কাজের সঙ্গে সাপের সম্পর্ককে সম্পৃক্ত করা হয়েছে।

এদিকে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এই লোগো পরিবর্তনের বিষয়টি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, কেরালা চ্যাপ্টার কড়া সমালোচনা করেছে। তারা বলছে এই ভাবে লোগো পরিবর্তন বর্তমান চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। নতুন এই লোগো কমিশনের বৈঞ্জানিক ও ধর্মমিরপেক্ষ ভাবনার পরিপন্থি।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি ডক্টর শরদ কুমার আগরওয়াল বলেন, রবিবার এই বিষয়টি নিয়ে তাঁরা একটি বৈঠকে মিলিত হবেন, তার পর এই বিষয়ে আইএমএ-র তরফ থেকে একটি বিবৃতি পেশ করা হবে।

গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে বলেছে, আয়ুস্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এখন থেকে আয়ুস্মান আরোগ্য মন্দির নামে নামাঙ্কিত হল। সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে নতুন এই নাম ও পরিবর্তিত নাম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। আয়ুস্মান ভারত ও ওয়েলনেস সেন্টার পোর্টালের নতুন নামকরণ করতেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে। পোর্টালের ট্যাগলাইন রাখা হয়েছে, “আরোগ্যম পরমম ধনম।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!