Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৫, ২০২৩

চোরদের ডিফেন্ড করছেন মমতা, রুজিরা প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
চোরদের ডিফেন্ড করছেন মমতা, রুজিরা প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোরদের ডিফেন্ড করছেন। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি বিদেশ যেতে বাধা দেয়।এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, রুজিরার মা অসুস্থ। ও একটা পাঞ্জাবি মেয়ে। ওর মাকে দেখতে যাচ্ছিল। ওকে ইডি আটকে দিল। বিমান বন্দরে ইডি হাজিরার নোটিশ ধরাল। এদের কোনও মানবিকতা নেই।”মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী সোমবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন।

শুভেন্দু বলেন, “আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, আমার কোনও পরিবার নেই। এসব শুনে ২০১১ সালে বাংলার মানুষ তাঁকে রাজ্যে ক্ষমতায় আনে। এই সময় আমিও ছিলাম। তখন এরা ছিল না। উনি( পড়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়)  আসেননি। তিনি আসেন ২০১৪ সালে, সাংসদ হওয়ার পর। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, কয়লার টাকা কার অ্যাকাউন্টে বিদেশে যায় আপনি বলুন। ২০১৪ -র আগে কতবার আপনার ভাইপো, তাঁর স্ত্রী, স্ত্রীর বোন বিদেশে গেছেন। ব্যাংককে, দুবাই, লন্ডনে কতবার এরা টাকা রাখতে গেছে, মুখ্যমন্ত্রী বলুন। এতো বিদেশে যান কেন? কোথা থেকে এই টাকা আসে?”

শুভেন্দু অধিকারী এরপর বলেন, “এজেন্সির এই পরিবারকে এতো ভয় কিসের? ওনাকে (পড়ুন রুজিরা বন্দ্যোপাধ্যায়) নোটিশ দিচ্ছে কেন? ওনার তো ভিতরে থাকার কথা। ব্যানার্জি পরিবারটা চোরের পরিবার। ওনাদের মনে রাখা উচিত দেশটা ব্যানার্জি পরিবার চালায় না। দেশের সংবিধান আছে। সবার জন্য এক আইন আছে।”

তবে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে ইডি রুজিরার বিদেশ যাত্রা বন্ধ করেছে। ৮ জুন তাঁকে কয়লাকাণ্ডে হাজিয়ায় ডেকেছে। তাই এবার ইডির বিরুদ্ধে শীর্ষ আদালতে যাচ্ছে রুজিরার পরিবার।

শুভেন্দু এদিন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, “রেলের কল রেকর্ড তৃণমূল কী করে পেল? এটা কী কলকাতা পুলিশের এসটিএফ ট্যাপ করে তৃণমূলকে দিয়েছে। দুজন রেল আধিকারিকের কল রেকর্ড তৃণমূল ভাইরাল করছে। করমণ্ডল দুর্ঘটনায় তৃণমূলের হাত আছে। ওদের এতো আতঙ্ক কেন? এই কল রেকর্ড সিবিআই তদন্তে না আনলে আমি এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাব।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!