Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২১, ২০২৩

দেশের সাধারণ নির্বাচনের সাম্ভব্য তারিখ জানিয়ে দিলেন পাক সেনা প্রধান । ইমরানের ঘোষণা, জেলে বসেই তিন আসনে লড়ব

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের সাধারণ নির্বাচনের সাম্ভব্য তারিখ  জানিয়ে দিলেন পাক সেনা প্রধান । ইমরানের ঘোষণা, জেলে বসেই তিন আসনে লড়ব

পাকিস্তানের সাধারণ নির্বাচন কবে, এপ্রসঙ্গে ২২ ডিসেম্বর, শুক্রবার রায় ঘোষণার কথা ছিল পাক শীর্ষ আদালতের । তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে এক বাণিজ্য সভায় পাকিস্তানে নির্বাচনের সাম্ভব্য তারিখ জানিয়ে দিলেন পাক সেনাপ্রধান অসীম মুনির।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, পাক-মার্কিন ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তান সেনাপ্রধান বলেন, ” আমি যতটা জানি ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি পেছায়, তা কিন্তু কখনও সিনেট নির্বাচনের পরে যাবে না ।” প্রসঙ্গত পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের পরবর্তী নির্বাচন ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ।

এদিকে দেশের নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইতিমধ্যেই একটি মামলা করেছে । পিটিআইয়ের শঙ্কা, পাকিস্তান নির্বাচন কমিশন যথাসময়ে , নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে না , তাই তাই নতুন ইসিপি দরকার । পিটিআইয়ের মামলার ভিত্তিতে ১৩ ডিসেম্বর সেদেশের নির্বাচন কমিশনকে বাতিল করে লাহোর হাইকোর্ট । পরে পাক সুপ্রিম কোর্ট লাহোর হাইকোর্টের রায় বাতিল করে দেয় ।

এরমধ্যেই দেশের সাধারণ নির্বাচন নিয়ে অন্দরে বাইরে কানাঘুষো শুরু হতেই কারাবন্দী পিটিআই প্রধান, তাঁর আইনজীবী আলি জাফরে মাধ্যমে জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিনটি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন । তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইসলামাবাদের সেশন জজ আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ডের ঘোষণা করে । পাঁচ বছরের জন্য সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণে বিধি নিষেধও আরোপ করেছে সেদেশের আদালত । রায় ঘোষণার পরপরই ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে সেশন জজ আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট । তবে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি মামলার কার্যক্রম সচল থাকায় এখনও কারাগারেই আছেন তিনি । তবে ইসলামাবাদ হাই কোর্ট তোশাখানা মামলায় স্থগিতাদেশ দেওয়ায় নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই ইমরান খানের ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!