Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ৯, ২০২৩

উপরে রেলওয়ে রিজার্ভেশন অফিসে আগুন, নীচে আতঙ্ক রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে

আরম্ভ ওয়েব ডেস্ক
উপরে রেলওয়ে রিজার্ভেশন অফিসে আগুন, নীচে আতঙ্ক রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে

বুধবার সাতসকালেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উপরকার দোতলায় অবস্থিত রেলওয়ে রিজার্ভেশন অফিসে আগুন লাগে। সাতসকালেই ধোঁয়ায় ঢেকে যায় মেট্রোর রিজার্ভেশন অফিস। আগুন নিয়ন্ত্রণে আনতে মুহূর্তে দমকলের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। রিজার্ভেশন অফিসের উপরে থাকা কুলিং টাওয়ারে আগুন থেকেই আগুন ছড়ায়, ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এর ফলে মেট্রো চলাচলে তেমন কোনও প্রভাব পড়েনি বলে মেট্রো রেল সূত্রে খবর। কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহের মাঝখানে কাজের দিনে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উপরে রেলওয়ে রিজার্ভেশন অফিসে আগুন লেগে যায়। এক্সাইড মোড়ের সংলগ্ন রবীন্দ্র সদন মেট্রোর দোতলায় রয়েছে এই রেলওয়ে  রিজার্ভেশন অফিস। পুরো এলাকা নিমেষে ধোঁয়ায় ঢেকে যায়। উপরে যেখানে আগুন লাগে তার নিচেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। যাত্রীরা এই ঘটনা প্রত্যক্ষ করে ছুটতে থাকেন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তবে রেল সূত্রে খবর, মেট্রো চলাচলে কোনও প্রভাব এখনও পড়েনি। আগুন  দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এখানের রাস্তা সরু হওয়ায় ধোঁয়া কুণ্ডুলী পাকিয়ে গিয়েছে। তাই ভিতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দোতলায় আগুনের উৎস এখন নিয়ন্ত্রণে। তিনতলায় ধোঁয়ার পরিমাণ বেশি দেখা যায়। রেলওয়ে রিজার্ভেশন অফিসের এসি মেশিনটি পুড়ে দুমড়ে গেছে।

আগুন লাগার কারণ হিসাবে দমকল কর্মীরা প্রাথমিকভাবে জানান, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এই ধোঁয়া  মেট্রো সুড়ঙ্গপথেও ছড়িয়ে যায়। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় ফের উঠছে প্রশ্ন, রেলোর সুরক্ষা নিয়ে। এই বিষয়টি নিয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‌মেট্রো চলাচল স্বাভাবিক আছে। যাত্রীরাও সুরক্ষিত আছেন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। আমাদের এখানে যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন। যাত্রী পরিষেবার সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই। রিজার্ভেশন অফিসের উপরে থাকা কুলিং টাওয়ার থেকে ধোঁয়া দেখা গিয়েছে। এখন পরিষেবা স্বাভাবিক।’‌


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!