Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৪, ২০২৩

যাদবপুরের মৃত ছাত্রের বাবা-মা নবান্নে যাচ্ছেন, দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুরের মৃত ছাত্রের বাবা-মা নবান্নে যাচ্ছেন, দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মৃত ছাত্রের বাবা এবং মা নবান্নে যাচ্ছেন। আজই নবান্নে আসার কথা তাঁদের। সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা দেখা করবেন বলে খবর । ওই ছাত্রের পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর কাছে সময় চাওয়ার পর  মুখ্যমন্ত্রী সোমবার তাঁদের সময় দিয়েছেন বলে খবর নবান্ন সূত্রে জানা গেছে।

নদিয়ার ওই ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষে (স্নাতক) ভর্তি হয়েছিলেন। যাদবপুরের মেইন হস্টেলে অন্য ছাত্রদের অতিথি হিসাবে থাকতে শুরু করেছিলেন তিনি। গত ৯ অগস্ট তিনি হস্টেলের এ-২ ব্লকের তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে যান। পরের দিন ভোরে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, ছাত্রটি র্যাগিংয়ের শিকার হয়েছিলেন।সেই রাতে তাঁর উপর অত্যাচার করা হয়েছিল বলেও অভিযোগ। তবে তিনি নিজে ঝাঁপ দেন, না ঠেলে ফেলে দেওয়া হয়, না কি তিনি বারান্দা থেকে কোনও ভাবে পড়ে যান, তা এখনও স্পষ্ট নয়।

পড়ে যাওয়ার পর ওই ছাত্রকে উদ্ধার করার সময় তাঁর শরীরে কোনও পোশাক ছিল না বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে জয়দীপ ঘোষ নামের এক ছাত্রের বিরুদ্ধে পুলিশকে আটকানোর অভিযোগ ছিল। তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

ঘটনার পর থেকেই পুত্রের মৃত্যুর বিচার চেয়েছেন ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডু। তাঁদের বাড়িতে পুলিশ গিয়েছিল। গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দলও। এ বার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছাত্রমৃত্যুর তদন্তের বিষয়ে কথা বলবেন রামপ্রসাদ কুন্ডু এবং তাঁর স্ত্রী। দোষীদের শাস্তি যাতে নিশ্চিত হয়, সে বিষয়ে আর্জি জানাবেন তাঁরা। মিখ্যমন্ত্রী মৃত ছাত্রের বাবা ও মাকে কী বলেন সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!