Advertisement
  • Uncategorized এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১৮, ২০২৩

সংসদের বিশেষ অধিবেশনে জি-২০র সাফল্য নিয়ে ভাষণ প্রধানমন্ত্রীর। গণেশ চতুর্থীর দিন সংসদের নতুন ভবন উদ্বোধন

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদের বিশেষ অধিবেশনে জি-২০র সাফল্য নিয়ে ভাষণ প্রধানমন্ত্রীর। গণেশ চতুর্থীর দিন সংসদের নতুন ভবন উদ্বোধন

আজ থেকে শুরু ৫দিনের সংসদের বিশেষ অধিবেশন। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বললেন, “এটা বিশেষ অধিবেশন না খিচুড়ি?” তৃণমূলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, “শাসক ও বিরোধীদের উচিত, সংসদের এই বিশেষ অধিবেশন যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেই ডেকে সবার নজর দেয়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখতে গিয়ে জি-২০ -র সাফল্য তুলে ধরেন। বলেন, “জি-২০ সাফল্য ভারতের বহুমাত্রিক ভাবনা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।” এছাড়া তিনি বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানান এবং বলেন, “আগামীকাল গণেশ পুজোর দিন সংসদের নতুন ভবনে অধিবেশন শুরু হচ্ছে। গনেশ হলেন শুভ কাজের দিশারী। স্বাধীনিতার ৭৫ বর্ষপূর্তি নিয়ে সংসদে আলোচনা হবে। সব সাংসদদের অনুরোধ, আসুন, পুরোনো অভিমান ভুলে গিয়ে, নতুন সংসদ ভবনে নতুন করে আমরা সবাই ভারত বিকাশের যাত্রা শুরু করি। গণেশ শুভ কাজের সূচক,গণেশ চতুর্থীর দিন সংসদের নতুন ভবন উদ্বোধন হচ্ছে, ছোট ছোট বিষয় ভুলে সবাই মিলে আসুন, দেশের অগ্রগতির জন্য যাত্রা শুরু করুন।”

এদিকে এই ৫দিনের বিশেষ অধিবেশনের এজেন্ডা স্পষ্ট করেনি কেন্দ্র। শুধু রবিবারের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি নিয়ে সংসদে আজ প্রথম দিন আলোচনা হবে। মঙ্গলবার গণেশ পুজোর দিন সংসদের নতুন ভবন উদ্বোধন হবে গণেশ পুজো করে, বৈঠকে এই কথা জানানো হয়েছে। এই বিষয়ে সিপিএম সাংসদ বৈঠকে বলেছেন, দেশটা সব জাতির, সব ধর্মের। সরকারের দেখতে হবে সেই ভাবনায় যাতে আঘাত না লাগে।

এদিকে প্রতিবার সংসদের অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠক শুরুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসেন। তবে রবিবার নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সর্বদলীয় বৈঠকে ছিলেন না। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন রাজনাথ সিং। তবে বিরোধীদের কোনও প্রশ্নে রাজনাথ সিং ছিলেন নিরুত্তর। এদিকে সংসদে মহিলা সংরক্ষণ বিলটি যাতে পাশ হয় তার জন্য দাবি তুলেছে বিরোধীরা, তবে সেই প্রসঙ্গেও সর্বদলীয় বৈঠকে নিরুত্ত ছিলেন রাজনাথ সিং। তবে কোনও ভাবেই ১৮ থেকে ২৫ সংসদের এই অধিবেশনকে “বিশেষ অধিবেশন” বলতে চাইছে না কেন্দ্র।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!