Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৮, ২০২৪

‌ইউক্রেন যুদ্ধের প্রভাব, রাশিয়া–বেলারুশের অ্যাথলিটদের ওপর একগুচ্ছ শর্ত আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ইউক্রেন যুদ্ধের প্রভাব, রাশিয়া–বেলারুশের অ্যাথলিটদের ওপর একগুচ্ছ শর্ত আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার

এবছর প্যারিস অলিম্পিকে আদৌও কি অংশ নেবেন রাশিয়ার অ্যাথলিটরা?‌ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের আবহে তৈরি হয়েছে বিতর্ক। ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সে দেশের ক্রীড়াবিদদের অলিম্পিকে অংশগ্রহনের ব্যাপারে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। এখন দেখার শর্ত মেনে নিয়ে রাশিয়া সে দেশের ক্রীড়াবিদদের অলিম্পিকে নামার অনুমতি দেয় কিনা। এই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শুরু হয়ে গিয়েছে অলিম্পিকের কাউন্টডাউন। আর মাত্র ১০০ দিন বাকি। রাশিয়া থেকে কারা অলিম্পিকে যোগ্যতা অর্জন করবে এখনও নিশ্চিত নয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পরিস্কার জানিয়ে দিয়েছে রাশিয়ার ক্রীড়াবিদরা নিজেদের দেশের পতাকাতলে অলিম্পিকে অংশ নিতে পারবেন না। তাঁদের নিরপেক্ষ দেশের প্রতিযোগী হিসেবে নামতে হবে। অলিম্পিকে অংশ নেওয়ার সময় দেশের পতাকা ব্যবহার করতে পারবে না। দেশের জাতীয় সঙ্গীতও গাইতে পারবেন না। ব্যক্তিগত বিভাগে অংশ নিলেও দলগত কোনও খেলায় অংশ নিতে পারবে না রাশিয়া। এছাড়া যেসব ক্রীড়াবিদরা সে দেশের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা ইউক্রেনের ওপর আগ্রাসনকে সমর্থন করেছেন, তাঁদেরও অলিম্পিকে নামতে দেওয়া হবে না।
আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার এই শর্তগুলি নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি গোটা বিষয়টি নিয়ে সে দেশের ক্রীড়ামন্ত্রক ও অলিম্পিক সংস্থাকে পর্যালোচনা করে মতামত জানাতে বলেছেন। রাশিয়ান অলিম্পিক সংস্থা আইওসি–র শর্তগুলির তীব্র বিরোধিতা করেছে। রাশিয়ান অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট স্ট্যানিস্লাভ পোজডনিয়াকভের অভিযোগ, ‘‌আইওসি বরাবর অ্যাথলিটদের জন্য অবৈধ মানদণ্ড সামনে নিয়ে আসে। রাশিয়াকে অলিম্পিক থেকে বিচ্ছিন্ন করার জন্য ক্রমাগত বহিরাগত রাজনৈতিক আদেশ পালন করে।’‌
রাশিয়ান টেনিস খেলোয়াড়রা অবশ্য আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার শর্ত মেনে নিরপেক্ষ দেশের প্রতিনিধি হিসেবে অলিম্পিকে অংশ নিতে চায়। তাঁদের ‘‌বিদেশি এজেন্টদের দল’‌ বলে অভিহিত করেছেন রাশিয়ান অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট স্ট্যানিস্লাভ পোজডনিয়াকভ। তাঁর দাবি, অধিকাংশ টেনিস খেলোয়াড় সারা বছর দেশের বাইরে খেলে অর্থ উপার্জন করে এবং দেশের নীতির সমালোচনা করে।
ক্রীড়ামন্ত্রী ওলেগ মাটিতসিনের মতে, রাশিয়ার অলিম্পিক বয়কট করা উচিত নয়। তিনি বলেছেন, ‘‌আমাদের অবশ্যই যতটা সম্ভব আলাপ–আলোচনার রাস্তা খুলে রাখতে হবে এবং প্রতিযোগিতায় অংশ নিতে হবে।’‌ রাশিয়া ২০২১ টোকিও অলিম্পিকে ৩৩৫ জন ক্রীড়াবিদকে পাঠিয়েছিল। মোট পদক জিতেছিল ৭১টি, এরমধ্যে ২০টি সোনা। ডোপিং কেলেঙ্কারির জন্য টোকিও অলিম্পিকে এবং ২০১৮ ও ২০২২ শীতকালীন গেমসে জাতীয় প্রতীক ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাশিয়ার ক্রীড়াবিদরা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করার জন্য বেলারুশের ক্রীড়াবিদদের ওপরও একই শর্ত চাপিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা।
এরমধ্যে বিতর্ক বাড়িয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় কর্মীরা রাশিয়ান ক্রীড়াবিদদের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ ট্র্যাক করে অলিম্পিকে দু’‌বারের সোনাজয়ী কুস্তিগীর আব্দুল রাশিদ সাদুলাইভের নামে অভিযোগ করেছেন। আব্দুল রাশিদ সাদুলাইভ অলিম্পিক বাছাইপর্বে অংশ নেওয়ার জন্য অনুমোদন পেয়েছিলেন। কিন্তু ৪ এপ্রিল আইওসি–র কাছে ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটি একটি খোলা পাঠায়। থমাস বাচের কাছে চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, আব্দুল রাশিদ সাদুলাইভসহ আরও নজন রাশিয়ান কুস্তিগীর এবং একজন বেলারুশিয়ান ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করেছেন। তাঁদের অলিম্পিকে অংশগ্রহন করতে না দেওয়ার আবেদন জানিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!