- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মার্চ ৮, ২০২৪
চলচ্চিত্রে সন্দেশখালি।প্রকাশ্যে ফিল্ম পোস্টার
সিনেমা দিয়ে রাজনৈতিক লক্ষ্যপূরণ ভারতে এখন ট্রেন্ড । কত কয়েক বছরে, রাজ্য কিংবা জাতীয় নির্বাচনের প্রাকমূহুর্তে প্রোপাগান্ডা ফিল্ম মুক্তিও পেয়েছে একাধিক। পক্ষ-বিপক্ষ নিয়ে চর্চাও হয়েছে বহু। এবার সেই তালিকায় নয়া সংযোজন সন্দেশখালির সাম্প্রতিক ঘটনা। রাজ্য সহ দেশের রাজনীতিতে আলোড়িত সেইসব বিষয় এবার ফুটে উঠবে সেলুলয়েডে।
আজ বিশ্ব নারী দিবসে সেই সিনেমার প্ৰথম পোস্টার এলো সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সৌরভ তিওয়ারি। প্রযোজনায় ‘পারিন মাল্টিমিডিয়া’। এসংক্রান্ত একটি টুইটবার্তায় প্রযোজকরা জানিয়েছেন অগস্ট মাসেই শুরু হবে শুটিং । ২০২৫ সালে মুক্তি পাবে সিনেমা ।
FILM ON SANDESHKHALI INCIDENT ANNOUNCED… On #InternationalWomensDay today, Parin Multimedia announces a feature film [not titled yet] on the horrifying #Sandeshkhali incident.#SaurabhTewari will direct the film that starts in Aug 2024… Written by Amitabh Singh and Ishan… pic.twitter.com/HWHS4P9Xbz
— taran adarsh (@taran_adarsh) March 8, 2024
সম্প্রতি বঙ্গসফরে এসে সন্দেশখালিকে হাতিয়ার করেই লোকসভা ভোটের প্রচারে শান দিয়েছেন নরেন্দ্র মোদি । অঞ্চলে মহিলাদের ওপর অত্যাচারের একাধিক অভিযোগকে রাজ্যের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে হাতিয়ার করেছে গেরুয়া শিবির সহ বিভিন্ন বিরোধী পক্ষ। এমন মূহুর্তে এই সিনেমার ঘোষণা এবং পোস্টার রিলিজ সেই প্রচারের পালে বাড়তি হাওয়া দেবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
❤ Support Us