Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১০, ২০২৩

তদন্তের গতি রোধ করতেই সিবিআইকে বাধা, রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ কেন্দ্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
তদন্তের গতি রোধ করতেই সিবিআইকে বাধা, রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ কেন্দ্রের

রাজ্যে এই মুহূর্তে কয়লা, গরু পাচারের মতো ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তদন্তের গতি রুখতেই বাংলায় সিবিআই প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্যের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনই দাবি করল কেন্দ্র। নরেন্দ্র মোদি সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতার এই প্রসঙ্গে বক্তব্য,  কেন্দ্র-রাজ্য বিবাদের ধুয়ো তুলে তদন্তের সিবিআই তদন্তের গতি প্রভাবিত করতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

প্রসঙ্গত, রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্তের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা ও রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিবাল নিজেদের যুক্তি উত্থাপন করেন। তুষার মেহতা রাজ্যের করা মামলা খারিজ করে দেওয়ার আর্জি জানান। তখন পালটা যুক্তি দিয়ে কপিল সিবাল বলেন, রাজ্যের তরফে তদন্ত বন্ধ করতে বলা হচ্ছে না। সিবিআই এফআইআর করতে পারে কিনা, সিবিআইয়ের এক্তিয়ারের বৈধতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।

কপিল সিব্বাল বলেন, সিবিআই বহু ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলের রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত করে থাকে। সিবিআই কোনও বিধিবদ্ধ আইন দিয়ে তৈরি হয়নি। শুধু মাত্র সরকারি বিজ্ঞপ্তি দিয়ে তা তৈরি হয়েছিল। তাই এই সংস্থাকে রাজ্য সরকার সম্মতি না দিলে তদন্ত চালিয়ে যেতে তারা পারে না। সিবিআইয়ের আচরণ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তখন তুষার মেহতা মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সিবিআই একটি স্বাধীন সংস্থা, তার তদন্তের জন্য রাজ্য সরকারের অনুমোদনের প্রয়োজন নেই। মামলা খারিজ করে দেওয়া হোক বলেও তখন তুষার মেহেতা দাবি করেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৩ নভেম্বর।

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসার নিয়ে কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তার জেরে রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই (CBI) তদন্ত করতে পারে কিনা সেই প্রশ্ন তুলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!