Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩১, ২০২৩

সুজয়কৃষ্ণ আগে আরএসএস করত, পরে তৃণমূল, এই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, বললেন সুজয়কৃষ্ণর দাদা অজয়কৃষ্ণ

আরম্ভ ওয়েব ডেস্ক
সুজয়কৃষ্ণ আগে আরএসএস করত, পরে তৃণমূল, এই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, বললেন সুজয়কৃষ্ণর দাদা অজয়কৃষ্ণ

মঙ্গলবার রাত ১১টা নাগাদ প্রায় ১১ ঘণ্টা জেরার পর কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি। বুধবার কালীঘাটের কাকুকে সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য ১২টা ৪৫ মিনিট নাগাদ নিয়ে যাওয়া হয়। ২টো ৪৫মিনিট নাগাদ সুজয়কৃষ্ণকে ইএসআই হাসপাতাল থেকে নিয়ে ইডি ব্যাঙ্কশাল আদালতে রওনা হয়।

এদিকে সুজয়কৃষ্ণের দাদা অজয়কৃষ্ণ ভদ্র দাবি করেন, “আমি আরএসএস-এর লোক। বিপিএল রেশন পাই। আমি ঘুরতে যাচ্ছি। আমার সঙ্গে সুজয়কৃষ্ণর  যোগাযোগ নেই। আমার মা জীবীত থাকতে এই ফ্ল্যাটটি তৈরি করি।এটা আমাদের পৈত্রিক জমি। সুজয়কৃষ্ণ আগে বাড়ির নীচে একটি মুদি দোকান চালাত। তারপর ক্ল্যাসিক ফিন্যান্সে চাকরি পায়। তারপর কাছেই নতুন বাড়ি বানায়। তারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চাকরি করত। এই ফ্ল্যাটে ও নীচতলায় সুজয়কৃষ্ণর ফ্ল্যাট আছে। আমার দাদা অমরকৃষ্ণ ভদ্রর ফ্ল্যাটটিও ও লিখিয়ে নেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে এসেছেন। তখন সুজয়কৃষ্ণ অভিষেকের সঙ্গে আমায় আলাপ করিয়ে দেয় দাদা বলে। আমার দাদা অমরকৃষ্ণ আরএসএস এর হোলটাইমার, বাড়িতে থাকেন না। সুজয়কৃষ্ণ আরএসএস করেছে এক সময়। তারপর তৃণমূল করত। ইডি, সিবিআই ওকে ধরেছে। ও অন্যায় করলে শাস্তি পাক। সুজয়কৃষ্ণ পাড়ায় একসময় প্রমোটারি করত।পাড়ায় সুনাম ছিল, শান্টু বলে সবাই ডাকত। একটা ছোট্ট বিষয় নিয়ে আমার সঙ্গে সম্পর্কের অবনতি হয়।”

বুধবার সিজিও কমপ্লেক্স থেকে সুজয়কৃষ্ণকে বার করার সময় সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি। বেলা ১২টা ৫৪ মিনিটে সুজয়কৃষ্ণকে সাংবাদিকরা ফের প্রশ্ন করলেও তিনি নীরব থাকেন।

ইডি সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে সুজয়কৃষ্ণ জেরায় সহযোগিতা না করে তথ্য গোপন করছিল। তদন্তে অসহযোগিতা করছিল সে। নিয়োগ দুর্নীতিতে ধৃত এক তৃণমূল নেতার মেবাইল ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতেই সুজয়কৃষ্ণকে গ্রেফতার করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!