Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৭, ২০২৩

রাজীবকে কোনও সুযোগ দিতে রাজি নয় শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজীবকে কোনও সুযোগ দিতে রাজি নয় শুভেন্দু

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সামান্য সুযোগ দিতে রাজি নয় রাজ্যের বিরোধল দলনেতা শুভেন্দু অধিকারী।
সম্প্রতি কলকাতা হাই কোর্ট রাজীবের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে আদালত অবমাননার রুল জারি করেছে। রাজীব সিনহা  সেই রুলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারেন এই সংশয় থেকে শুভেন্দু আগাম শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন।

শুভেন্দুর তৃণমূল দল ও সরকারের সঙ্গে সংঘাত বঙ্গ রাজনীতির চেনা ছবি। তৃণমূলের কোনও কোনও নেতা বলেন, শুভেন্দু এক সময় তৃণমূলের ক্ষমতায় নেতা হয়েও এখন বিজেপিতে গিয়ে তৃণমূলকে গালাগাল না করে জল খান না। এই তৃণমূল বিরোধিতার সূত্র ধরেই তৃণমূল শাসিত প্রশাসনের সব বিভাগের সঙ্গে শুভেন্দুর সংঘাত লেগেই আছে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার  সঙ্গে সংঘাত শুরু হয়েছিল শুভেন্দুর যা আদালত পর্যন্ত গড়িয়েছে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পরিচালনায় রাজ্যের যোগ্যতা নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন শুভেন্দু। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভোট ঘোষণা থেকে গণনা ও পরবর্তী সংঘর্ষের বিষয় নিয়ে কমিশনার রাজীবের যোগ্যতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন শুভেন্দু। এমনকি, রাজীবকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “আজ্ঞাবহ” বলেও কটাক্ষ করতে শোনা গিয়েছিল বিরোধী দলনেতার গলায়। এই সংঘাত পর্বেই হাই কোর্টে রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন শুভেন্দু। সেই মামলাতেই গত সপ্তাহে কলকাতা হাই কোর্ট একটি রুল জারি করে।

রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কলকাতা হাই কোর্টে করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মামলার প্রেক্ষিতে রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। গত ১৩ অক্টোবর হাই কোর্ট ওই রুল জারি করার ফলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবকে সশরীরে আদালতে এসে জবাবদিহি করতে হবে। রাজীবকে জানাতে হবে, কেন তিনি  আদালতের নির্দেশ অমান্য করেছিলেন।

শুভেন্দুর আশংকা , কলকাতা হাই করতে এই  রুলকে চ্যালেঞ্জ করে রাজীব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, তাই শীর্ষ আদালতে আগাম ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। এর ফলে ফলে রাজীব যদি মামলা করেন, তবে উভয় পক্ষের বক্তব্য শুনতে হবে সুপ্রিম কোর্টকে।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। এর পরেই কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয়। সময়সীমাও বেঁধে দেয়। শুভেন্দুর অভিযোগ, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। ফলে আদালত অবমাননা করেছে তারা। গত শুক্রবার এই মামলাতেই আদালত অবমাননার রুল জারি করেছিল হাই কোর্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!