Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৬, ২০২৩

যাদবপুরকাণ্ডে ১২জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট, মৃত্যুর কারণ আত্মহত্যা, মৃতের মামার অভিযোগ , এখনও ময়না তদন্তের রিপোর্ট পেলাম না, পুলিশ কী ভাবে বলছে আত্মহত্যা?

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুরকাণ্ডে ১২জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট, মৃত্যুর কারণ আত্মহত্যা, মৃতের মামার অভিযোগ , এখনও ময়না তদন্তের রিপোর্ট পেলাম না, পুলিশ কী ভাবে বলছে আত্মহত্যা?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় ১২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। অভিযোগ ছিল, প্রথম বর্ষের  ওই ছাত্রকে শুধু মানসিক নয়, শারীরিক অত্যাচারও করা হয়েছে। করা হয়েছে যৌন হেনস্থা।
ওই ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত ১২ জনের বিরুদ্ধে এ বার চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। সম্প্রতি আলিপুর আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো এবং র‌্যাগিংয়ের ধারায় অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তদন্তে আরও কিছু তথ্য উঠে আসতে পারে, এই সম্ভাবনা থেকে “সাপ্লিমেন্টারি চার্জশিট” পেশের জন্যও আদালতে আবেদনও করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রকে হস্টেলে আসার প্রথম দিন থেকেই মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, চার্জশিটে জানানো হয়েছে, ওই ছাত্রকে মানসিক বা শারীরিক অত্যাচারে অভিযুক্তদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল। যার ফলেই প্রথম বর্ষের ছাত্র আত্মহত্যার পথ বেছে নেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্রের খবর, এখন আদালতে ছুটি থাকায় সেই চার্জশিট বিচারকের হাতে পৌঁছয়নি। সাধারণত, চার্জশিট হাতে পেয়ে প্রথমে তা গ্রহণ  করেন বিচারক, জেক কগনিজেন্স বলা হয়। তারপর শুরু হয় চার্জশিট-এর ভিত্তিতে মামলার শুনানি। ঘটনার পরে যিনি কলকাতায় গিয়ে এফআইআর করেছিলেন, মৃত ছাত্রের মামা বলছেন, “এখনও ময়না-তদন্তের রিপোর্ট পেলাম না। এ দিকে বলছে আত্মহত্যার প্ররোচনা! কিছুই বুঝতে পারছি না।” আর ছাত্রের বাবা বলেন, “চার্জশিটের বিষয়টি ভাল করে না জেনে এখনই মন্তব্য করব না।”

বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল প্রথম বর্ষের ওই পড়ুয়াকে। পরের দিনই পরিবারের তরফে যাদবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। পরিবারের অভিযোগে, র‌্যাগিংয়ের পাশাপাশি তাঁরা খুনের অভিযোগ করেছিলেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী-সহ ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাহলে পুলিশ কী ভাবে এই মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন মৃত ছাত্রের মামা। তিনি বলছেন, এখনও আমরা হাতে ময়না তদন্তের রিপোর্ট পাইনি। কী করে বলা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!