- এই মুহূর্তে দে । শ
- জুন ২১, ২০২৩
সমুদ্র গভীর থেকে ভেসে আসছে শব্দ। টাইটানের উৎস সন্ধানে উদ্ধারকারীদের প্রচেষ্টা অব্যাহত

জলের নীচ থেকে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ। তা যে ঠিক কীসের তা এখনো শনাক্ত করা যায়নি। সদ্য হারিয়ে যাওয়া ডুবোজাহজ ‘টাইটান’ খুঁজতে গিয়ে এমন অভিজ্ঞতার কথা জানালেন উপকূলরক্ষী বাহিনী। তাঁদের মতে, নির্দিষ্ট জায়গাতে সন্ধান করলে মিলতে পারে ডুবোযানটি। সেক্ষেত্রে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার সম্ভাবনা ক্রমশ বাড়ছে।
বুধবার কানাডার জেলা উপকূলরক্ষীবাহিনীর পক্ষ থেকে জানানো হয় উত্তর আটলাণ্টিক মহাসাগরে প্রত্যন্ত এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দীর্ঘ সময় অনুসুন্ধান চালিয়ে সমুদ্রগর্ভে অজানা এক শব্দ শুনতে পেয়েছেন উদ্ধারকারীরা। এখনো এর উৎস অনুসন্ধানের চেষ্টা চলছে। ইতিবাচক কোনো সাড়া মেলেনি। ইতিমধ্যে, আমেরিকার নৌবাহিনীকে পুরো বিষয়টি জানানো হয়েছে। সেখানকার নৌ বিশেষজ্ঞরা অচিরেই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। হারানো ডুবোজাহাজটি তার যাত্রীসহ ফিরে পাওয়ার ব্যাপারে তাঁরা যথেষ্ট আশাবাদী বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
আটলাণ্টিকের অতলে তলিয়ে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে রবিবার কানাডার নিউফাউণ্ডল্যাণ্ড থেকে যাত্রা শুরু করে টাইটান। কিন্তু, জলের নীচে নামার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে মাদার শিপ পোলার প্রিন্সেসের সঙ্গে তাঁর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে আর কোনো হদিশ মেলেনি। এই জলযানটিতে পাঁচ যাত্রীর মধ্যে রয়েছেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, ইংল্যাণ্ডে বসবাসকারী পাক ব্যবসায়ী শাহজাদা (৪৮) ও তাঁর ছেলে সুলেমান দাউদ (১৯)। এছাড়াও আছেন পর্যটন সংস্থার প্রধান নির্বাহী ৬১ বছর বয়সী স্টকটন রাস। পরিচালনার দায়িত্বে ছিলেন, ৭৭ বছর বয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডাইভার পল-হেনরি নারগোলেট। জাহাজটিতে চারদিনের মতো অক্সিজেন মজুত রয়েছে। যে গভীরতায় টাইটান রয়েছে তাতে যে কোনো মুহূর্তে পাইপ ফেটে অক্সিজেন লিক হওয়া অসম্ভব কিছু নয়। তাই পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে দ্রুত সাবমেরিনটিকে খুঁজে বার করা আবশ্যক। সে লক্ষ্যপূরণেই কাজ চালিয়ে যচ্ছেন উদ্ধারকারীরা।
❤ Support Us