Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৪, ২০২৪

হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য, আর্জি দ্রুত শুনানির

আরম্ভ ওয়েব ডেস্ক
হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য, আর্জি দ্রুত শুনানির

কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দারস্থ হল রাজ্য স্কুল সার্ভিস কমিশন । প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত, সেই রায়কে চ্যাল্যঞ্জ জানিয়েই এবার সুপ্রিম কোর্টের দারস্থ এসএসসি । বিষয়টি নিয়ে যাতে দ্রুত শুনানি করা যায়, তার আবেদনও করা হবে রাজ্যের তরফে। বৃহস্পতিবার শীর্ষ আদালতে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অথবা অন্য কোনও বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হতে পারে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে ।

এসএসসির নিয়োগে ‘দুর্নীতি’র মামলায় সোমবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করা হয় । লোকসভা নির্বাচনের ফল ঘোষণার ১৫ দিনের মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেক্ষেত্রে হাইকোর্টের এই নির্দেশে চাকরিহারাদের নতুন করে পরীক্ষা নেওয়া হবে, যোগ্য চাকরি প্রার্থীদের ওএমআর সিট নতুন করে পুনর্মূল্যায়ন হবে কিনা তা নিয়েও শুরু হয় ধ্বন্দ । প্রশ্ন ওঠে এসএসসি ও রাজ্য সরকারের ভূমিকা নিয়েও।

অন্যদিকে কলকাতা হাইকোর্টের ওই রায় ঘোষণার পরই প্রতিবাদে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী । হাইকোর্ট বেআইনি নির্দেশ দিয়েছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলে ঘোষণা করেন । একধাক্কায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি গেলে স্কুলগুলিতে পড়াবেন কারা, সেই প্রশ্নও তোলেন মমতা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!